জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ফের প্রাণ কাড়ল বিদ্যুতের তার। এবার দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নামখানার ঘটনা। সোমবার নামখানা (Namkhana) থানার রাজনগর এলাকার ঘটনা। মৃত যুবকের নাম স্বপন বাউল। বয়স ৩১ বছর।


কীভাবে দুর্ঘটনা?
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই দুর্ঘটনাটি ঘটেছে। সকালে বাড়িতে বৈদ্যুতিক পাখায় কাজ করছিলেন তিনি। সেই সময়েই কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে (Hospital) যান পরিবারের লোকজন। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবক বিদ্যুতসামগ্রী-সংক্রান্ত কাজ করত। পরিবারের একমাত্র রোজগেরে ছিল স্বপন। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।


বারবার একই কারণে মৃত্যু:
বর্ষায় সারা রাজ্যে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকের। সম্প্রতি পূর্ব মেদিনীপুরের রামনগরের পশ্চিম করণচি গ্রামে এমন ঘটনা ঘটে। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল ওই ঘটনায়। স্থানীয় সূত্রে খবর, নিমাই জানা নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক দিঘায় জিনিস ফেরি করতেন। পুলিশ সূত্রে খবর, রাতে বাড়ি ফেরার সময় বাড়ির কাছেই ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ২ দিন আগে ঝড়ে তার ছিঁড়ে পড়ে থাকায় বিদ্যুৎ দফতরে খবর দিলেও তারা কাজ করেননি। আগস্টেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছিল কোচবিহারে। শীতলকুচি থেকে ময়নাগুড়িতে জল্পেশের মন্দিরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীর।  প্রবল বৃষ্টির মধ্যে, জেনারেটর চালিয়ে, গাড়িতে সাউন্ডবক্স বাজানো হচ্ছিল। চ্যাংড়াবান্ধায় ধরলা সেতু থেকে নামার পরেই গাড়ির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হন পুণ্যার্থীরা। প্রাথমিক তদন্তে অনুমান, বৃষ্টির মধ্যে জেনারেটরে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় পিএমও-র পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছিল, ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ও আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।  মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিদ্যুত্‍মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্য সরকারের তরফেও পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়। শীতলকুচি ব্লক অফিসে, জেলাশাসকের উপস্থিতিতে মৃতদের পরিজনদের হাতে চেক তুলে দেওয়া হয়। 


আরও পড়ুন: বেহাল রাস্তায় ধানের চারা, ছাড়া হল মাছও