রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ব্যস্ত অফিস টাইমে শিয়ালদা-ক্যানিং (Sealdah-Canning) শাখায় ট্রেন চলাচল ব্যাহত। 


চম্পাহাটি স্টেশনের কাছে রেলগেটের ওপর একটি লরি বিকল হয়ে যায়। এর জেরে ট্রেন দাঁড়িয়ে পড়ে। সকাল ৮টা থেকে ভোগান্তি শুরু হয়। একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় জমতে শুরু করে। শিয়ালদা-ক্যানিং শাখায় ডাউন লাইনে (Down Line) ট্রেন চলাচল করলেও, আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রায় পৌনে দুঘন্টা আটকে থাকার পর লরিটি সরানো হলে ট্রেন চলাচল শুরু হয়। তারমধ্যেই বিপুল ভোগান্তিতে পড়েছিলেন নিত্যযাত্রীরা।


গত বছরে সমস্যা:
গত বছরের ডিসেম্বরে, বর্ধমান স্টেশনে ( Burdwan ) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, বর্ধমান-হাওড়া ( Howrah ) কর্ড ও মেন লাইনে দেড়ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। ভোর ৫টা ৫৫ থেকে সকাল ৭টা ৭ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক হওয়ায় বর্ধমান স্টেশন থেকে কোনও ট্রেন ছাড়েনি। বর্ধমান-রামপুরহাট ও বর্ধমান-আসানসোল শাখাতেও ট্রেন চলাচল ব্যাহত হয়। এই ঘটনায় আটকে পড়ে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার, ডাউন বিভূতি এক্সপ্রেস-সহ একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। দেড়ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।                                


নভেম্বরেও দুর্ঘটনা ঘটেছিল শিয়ালদা লাইনে (Sealdah Station)। শিয়ালদা স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় যাত্রীবোঝাই আপ রানাঘাট লোকাল। ওই একই সময়ে ৪ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোয় কারশেডগামী একটি খালি লোকাল ট্রেন। শিয়ালদা DRM অফিস পেরিয়ে, কারশেডের ২০০ মিটার আগে,পাশাপাশি ধাক্কা লাগে দু’টি ট্রেনের। সংঘর্ষের তীব্রতায় কারশেডগামী লোকাল ট্রেনটির চালকের কেবিনের ডানদিকের অংশ তুবড়ে যায়। আর যাত্রীবোঝাই রানাঘাট লোকালের পিছন দিকে, গার্ডের কেবিনের বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে যায় কারশেডগামী খালি ট্রেনের চাকা। প্রাথমিক তদন্তের পর রেল জানিয়েছে, সিগন্যালিংয়ে কোনও ত্রুটি ছিল না। কারশেডগামী ট্রেনের চালককে নির্দিষ্ট জায়গা পর্যন্ত গিয়ে থামতে বলা হয়েছিল। কিন্তু নির্দেশ অগ্রাহ্য করে কারশেডগামী ট্রেনটিকে এগিয়ে নিয়ে যান শান্টা। নির্দেশ না মানায় জেরেই দুর্ঘটনা ঘটে যায় বলে দাবি রেলের (Indian Railways)।


আরও পড়ুন: '৯ মাস ধরে বেতন পাননি', প্রাক্তন মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ মৎস্য দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের