রঞ্জিত হালদার, বারুইপুর: চোর অপবাদে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুরের এক আশ্রমের বিরুদ্ধে। বাঁচাতে যাওয়ায় কিশোরের মামাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালকের পরিবার। আশ্রম কর্তৃপক্ষ মুখে কুুলুপ এঁটেছে।
পিটিয়ে মারার অভিযোগ: চোর অপবাদে নাবালককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাস্থল বারুইপুরের উত্তরভাগ এলাকা। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। মৃতের পরিবারের দাবি,মামার বাড়ি ঘুরতে এসে স্থানীয় আশ্রমে গিয়েছিল বছর পনেরোর কিশোর। অভিযোগ, ফিরে আসার পর, কাজ আছে বলে কিশোরকে ডেকে নিয়ে যায় আশ্রম কর্তৃপক্ষ। এরপর চোর অপবাদে হাত-পা বেঁধে তাকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। নাবালকের মামার দাবি, বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। কী কারণে মৃত্যু হল ওই কিশোরের? প্রশ্ন তুলেছে মৃতের পরিবার।
ওই নাবালকের মা বলেন, "জিনিসপত্র চুরি করেছে, যাই করেছে তা বলে আমাকে ডাকুক, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একেবারে মেরে দেবে?একটা আশ্রমে যেখানে ৬-৮টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, কাচ ঘেরা থাকে, বাজারের মধ্যিখানে ২ তলা বিল্ডিং মতো পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়?'' স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়। সম্ভবত তা জেনে ফেলাতেই এই খুন। যদিও নাবালকের মৃত্যু নিয়ে মন্তব্য করতে চায়নি আশ্রম কর্তৃপক্ষ। আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে নাবালকের পরিবার।
এর আগ গত মাসে বাগুইআটি থানার (Baguiati Police Station) কাছেই বাড়ি থেকে তুুুলে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃত সঞ্জীব দাস ওরফে পটলা বিধাননগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন। পরিবারের তরফে অভিযোগ করা হয়, রাস্তার আলো নিভিয়ে তৃণমূল কর্মীকে প্রথমে ইট দিয়ে মারা হয়। এরপর জখম অবস্থাতেই টেনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পেটানো হয়। পরিকল্পিতভাবে এই খুন করা হয় বলে অভিযোগ করা হয় পরিবারের তরফে। যদিও পুলিশ দাবি করে, মদ খেয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, ব্যক্তিগত বিবাদের জেরেই খুনের ঘটনা ঘটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Howrah News: বিয়েবাড়ি ফেরত অটো থামিয়ে ছিনতাই, বরযাত্রীদের মারধরের অভিযোগ হাওড়ায়