রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : পরপর বাজি বিস্ফোরণকাণ্ডের জের, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে (Champahati) বাজি তৈরি, বিক্রি বা মজুতে নিষেধাজ্ঞা। আগামী ২ মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল বারুইপুর জেলা পুলিশ (Police )। গতকাল বারুইপুরে ১২ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার হয় একাধিক অভিযানে। চলে ব্যাপক ধরপাকড়ও।


বিপুল পরিমাণ বাজি উদ্ধার হওয়ার পরে চাম্পাহাটি হাড়াল আতশবাজি অ্যাসোসিয়েশনের অফিসে বৈঠকের পর নির্দেশ জানিয়ে দেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়। প্রসঙ্গত, এই এলাকায় বাজি ব্যবসার সঙ্গে প্রায় ৪০ হাজার মানুষ জড়িত রয়েছেন। প্রায় ১৫০ দোকান রয়েছে এই এলাকায়।


পুলিশের তরফে আগামী ২ মাসের জন্য কড়া নির্দেশিকা জারির পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে যা নিয়ে প্রচারও শুরু করেছে পুলিশ। কোনও ব্যক্তি বা দোকানের বিরুদ্ধে যদি নির্দেশভঙ্গের অভিযোগ জমা পড়ে তাহলে তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে ও নিয়মভঙ্গের প্রমাণ মেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচার করা চলছে পুলিশের তরফে।


এদিকে এগরা, বজবজের পর এবার মঙ্গলবারে ইংরেজবাজার। রাজ্যে গত ৭ দিনে বাজির বলি হয়েছেন ১৬ জন। কিছুদিন আগে এগরার খাদিকূল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। যে ভয়াবহ ঘটনার তীব্রতা কাটার আগেই বজবজে বাজিতে ঝলসে মৃত্যু হয়েছিল ৩ জনের। মঙ্গলবারও মালদার ইংরেজবাজারে ঘিঞ্জি বাজারে বাজির স্তূপে আগুন লেগে ঝলসে মারা গিয়েছেন ২ জন। রাজ্যজুড়ে বেআইনি বাজি উদ্ধারে চলছে পুলিশ অভিযান, ব্যাপক ধরপাকড়ও। 


আরও পড়ুন-‘এই তীব্র গরমে বিস্ফোরণ হতেই পারে’ রাজ্যে একের পর এক বাজি বিস্ফোরণে নয়া ফর্মুলা সৌগত রায়ের


এমনিতেই জেলায় জেলায় উদ্ধার হচ্ছে জমে থাকা বারুদের স্তূপ। এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর, বেলঘরিয়া, রহড়ায় বাজেয়াপ্ত সাড়ে ১০ টনের উপর নিষিদ্ধ বাজি। ধৃত ২। কৃ্ষ্ণনগরেও বাজেয়াপ্ত আড়াই কুইন্টাল নিষিদ্ধ বাজি, গ্রেফতার ২। হাওড়ার জগৎবল্লভপুরে জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির মশলা। আজ সকালে পাতিয়ালের মালপাড়া গ্রাম থেকে প্রায় ১০০ কেজি বাজি উদ্ধার হয়।এগরাকাণ্ডের পর জেলায় জেলায় ব্যাপক ধরপাকড় চলছে। পুলিশের অনুমান, কোথাও এই বাজি মজুত করা ছিল। পুলিশি অভিযানের ভয়ে জঙ্গলের মধ্যে বাজি ও বাজি তৈরির মশলা লুকিয়ে রাখা হয়। আশেপাশের এলাকায় তল্লাশি চালাচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ।


আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?