রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নেশার আসরে রক্তারক্তি কাণ্ড। তার জেরে কার্যত লন্ডভন্ড হল গোটা এলাকা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙরের পোলেরহাট থানা এলাকার ঘটনা।
মদের আসরে বসেছিলেন পরিচিতরা। সেখানেই হঠাৎ ২ যুবকের মধ্যে বচসা শুরু হয়। মত্ত অবস্থায় সেই বচসার সময়েই ধারাল অস্ত্র দিয়ে একজন আরেকজনের উপর হামলা চালায়। সঙ্গীর ঘাড়ের কাছে ওই ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত। আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর স্থানীয় কয়েকজন পাল্টা তেড়ে যায়। অভিযুক্ত ব্য়ক্তিকে আটকে তাকে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার স্বস্ত্যয়নগাছি মণ্ডল পাড়াতে। পুলিশ জানিয়েছে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম যুবকের নাম সফিকুল মোল্লা। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এদিন স্বস্ত্যয়নগাছি এলাকায় সফিকুল মোল্লা ও তারাপদ মণ্ডল একসঙ্গে বসে মদ্যপান করছিল। অভিযোগ সেই সময় মদ্যপান করা নিয়ে দু'জনের মধ্যে বচসা বেধে যায়। তখনই তারাপদ একটি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সফিকুলের ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে মারলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তারা তখনই স্থানীয় বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে তারাপদ মণ্ডলকে। এর পরেই স্থানীয় লোকজন অভিযুক্ত তারাপদ মণ্ডলকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পোলেরহাট থানার পুলিশ। তারাই দুইজনকে উদ্ধার করে জিরেনগাছা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। পরে দুজনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়। অন্যদিকে এই ঘটনায় ক্রমেই মাত্রাছাড়া ক্ষোভ তৈরি হয় এলাকায়। ঝামেলা আরও বেড়ে যায়। ঘটনায় অভিযুক্ত তারাপদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় কিছু গ্রামবাসী। তারাপদর পরিবারের অন্য সদস্যদের বাড়িতেও আগুন লাগিয়ে দেয় গ্রামবাসীরা। নিমেষের মধ্যে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ওই খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা এসে অন্য দুটি বাড়িতে জল দিয়ে আগুন নেভায়। ঘটনার পর তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ কর্মীরা।
পঞ্চায়েত ভোট থেকে সাধারণ কোনও সময়। বারবার হিংসার ঘটনায় শিরোনামে উঠে আসে ভাঙড়ের কোনও না কোনও এলাকা। ফের হিংসাত্মক ঘটনার খবরে শিরোনামে ভাঙড়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর