দক্ষিণ ২৪ পরগনা:  ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। 'গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও', হুঙ্কার সায়নী ঘোষের। নাম না করে আরাবুলকে 'গদ্দার' বলে আক্রমণ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের। 'ভোটের সময় যারা পিছন থেকে দলকে ছুরি মেরেছে, তাদের শনাক্ত করুন। আইএসএফ-বিজেপি-সিপিএম পরে, আগে দলের অন্দরের গদ্দারকে শনাক্ত করুন', প্রকাশ্যে আরাবুল-সওকত দ্বন্দ্বের মধ্যেই হুঙ্কার যাদবপুরের তৃণমূল সাংসদের। সওকতের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে নাম না করে আরাবুলকে সায়নীর 'গদ্দার' আক্রমণ।


প্রথমে হুমকির ভিডিও ভাইরাল। তারপর একের পর এক হামলার অভিযোগ। যার জেরে ফের ভাঙড়ে ইতিমধ্যেই প্রকাশ্য়ে চলে এসেছে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার অন্তর্দ্বন্দ্ব। গত পরশু সওকত মোল্লার গোষ্ঠীর লোকজন আরাবুল ইসলামের পার্টি অফিস এবং তাঁর ঘনিষ্ঠের গাড়িতে হামলা চালায় বলেও অভিযোগ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর