প্রবীর চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনা : মর্মান্তিক মৃত্যু ! বাবার সাইকেলের পিছনে চড়ে স্কুলের পথ ধরেছিল খুদে। পরীক্ষার দিনে প্রশ্নোত্তর কী আসতে পারে তা নিয়ে বাবার সঙ্গে কথাবার্তার মাঝেই নেমে এল ভয়ঙ্কর পরিণতি। দ্রুতগতিতে এসে একটি লরি ধাক্কা মারে সাইকেলে। যে ধাক্কায় খুদে ছাত্রী রাস্তায় ছিটকে গেলে তাকে পিষে দিয়ে চলে যায় লরিটি ! দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের গোতলাহাটের ঘটনা।
স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার পথে, লরির ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণির ছাত্রীর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। যে ঘটনার পরে ঘাতক লরিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। মৃত ছাত্রীর নাম কৌশিকী বাগ। বাবার সাইকেলে চড়ে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলের
কাছেই পিছন থেকে সাইকেলে ধাক্কা মারে লরি। রাস্তায় ছিটকে পড়লে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৯ বছরের বালিকার। ঘাতক লরির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ (Bishnupur Police Station)।
দিনকয়েক আগেই মুর্শিদাবাদের সালারে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ডাম্পারের ধাক্কায় ছাত্রীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার বেঁধেছিল। তিন বন্ধুর সঙ্গে কোচিং ক্লাসে যাচ্ছিল ওই পড়ুয়া। হাট পিলকুন্ডির কাছে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে তাঁকে। মাথা পিষে দিয়েছিল ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয়েছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়া সুমনা ঘোষের। স্থানীয়রা অভিযুক্ত চালককে ঘিরে ধরে। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। প্রসঙ্গত, কিছুদিন আগেই বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জনের। কোতুলপুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে, ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগেছিল উল্টোদিক থেকে আসা একটি গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল গাড়ির চালক ও আরোহীর। ডাম্পার চালককে আটক করে পুলিশ। এর আগে জয়পুরের জঙ্গলে মোটরভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছিল বাইক চালকের। আহত হয়েছিলেন আরও ৩ জন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন