জয়দীপ হালদার, অরূপ পাঁজা, বিষ্ণুপুর: দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের (Bishnupur) ভাসায় গুলি চালানোর অভিযোগ। দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত লাগে।


স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়িতেই ছিলেন দুই যুবক প্রদীপ নস্কর ও প্রভাত গায়েন। অভিযোগ, বোমা ছুড়তে ছুড়তে এলাকায় ঢোকে ৫-৭ জনের দুষ্কৃতী দল। বোমার আওয়াজে দুই যুবক বাড়ি থেকে বেরিয়ে এলে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। প্রদীপের পায়ে গুলি লাগে। বন্দুকের বাঁট দিয়ে প্রভাতকে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ যুবকের পরিবারের দাবি, পুজোর সময় এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই হামলা। গুলিবিদ্ধ যুবক এসএসকেএমে ভর্তি। হামলার কারণ খতিয়ে দেখছে বিষ্ণপুর  থানার পুলিশ।


আরও পড়ুন ছাগল চোর সন্দেহে খুন বারুইপুরের প্রোমোটার, গ্রেফতার ৩, আটক ২


এদিকে, কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় মীর হাসান মোল্লা নামে পঞ্চম শ্রেণীর এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়। রাতে বাড়ি থেকে বেরিয়েছিল জলসায় যাচ্ছি বলে, সকালে তারই মৃতদের উদ্ধার হয় বাড়ি থেকে কিছুটা দূরের খালপাড়ে। মৃতের বাবার দাবি, খুন করা হয়েছে ছেলেকে। খুন না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বকুলতলা থানার পুলিশ।


অন্যদিকে, চোর সন্দেহে কলকাতার প্রোমোটারকে পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেগমপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, গতকাল মাঝরাতে এক মহিলাকে নিয়ে বাইকে চড়ে এখানে ঘুরতে আসেন অভীক মুখোপাধ্যায় নামে বছর পঁয়ত্রিশের ওই প্রোমোটার। অভিযোগ, চোর সন্দেহে তাঁকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে শুরু হয় গণপিটুনি। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে ওই প্রোমোটারকে মৃত বলে ঘোষণা করা হয়।


মৃত প্রোমোটার কলকাতার নেতাজিনগরের বাসিন্দা। ১৩ হাজার টাকার জুতো, দেড়লক্ষ টাকার বাইক, ব্র্যান্ডেড পোশাক পরে থাকা প্রোমোটারকে চোর সন্দেহে পিটিয়ে মারার দাবি মানতে নারাজ পরিবার।পরিকল্পনামাফিক খুন করা হয়েছে বলে দাবি পরিবারের। মৃতের সঙ্গে থাকা মহিলার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে পরিবার।