শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বিলাসবহুল স্পিডবোট (Speed Boat) কিনেছেন গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল । এই অভিযোগ তুলে বিধায়কের (MLA) বিরুদ্ধে সরব হয়েছে দলেরই নেতা-কর্মীদের একাংশ। আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও। যদিও তৃণমূল বিধায়কের দাবি, ওই স্পিড বোট ওয়াটার অ্যাম্বুল্যান্স (Water Ambulance) হিসেবে ব্যবহার করা হবে। 


বিধায়কের উন্নয়ন তহবিলের টাকা দিয়ে কেনা হয়েছে বিলাসবহুল স্পিড বোট ! এই অভিযোগ ঘিরেই শোরগোল পড়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গোসাবায় (Gosaba)। বিধায়করা নিজের এলাকার উন্নয়নের জন্য বছরে ৬০ লক্ষ টাকা পান। অভিযোগ, গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল (Subrata Mandal) তার মধ্যে প্রায় ৫২ লক্ষ টাকা খরচ করে একটি বিলাসবহুল স্পিড বোট কিনেছেন। যদিও তৃণমূল বিধায়কের দাবি, এই স্পিডবোটটি স্বাস্থ্য পরিষেবার কাজে ব্যবহার করা হবে।


এই ঘটনায় সামনে এসে পড়েছে তৃণমূলের অন্দরের কোন্দল। ক্যালকাটা স্পোর্টস বোট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের তৈরি এই স্পিড বোটে রয়েছে ২টি এসি। ভিতরে রয়েছে সোফাসেট ও টেবিলও। পুলিশ বা বন দফতর যে স্পিড বোট ব্যবহার করে তার তুলনায় এটি অনেক বেশি আধুনিক। তৃণমূল কংগ্রেসের গোসাবা ব্লকের কার্যকরী সভাপতি সুবিদালি ঢালি বলেছেন, 'কাউকে না জানিয়ে কারও সাথে আলোচনা না করে এসব কিনেছে। ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করবেন উনি। অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করবেন না। মিথ্যে কথা বলছেন'। বিজেপির ফিশারি সেলের সঞ্জয় নায়েক বলেছেন, 'মানুষের অবস্থা গোসাবা ব্লকে খুব খারাপ। পানীয় জল থেকে শুরু করে কত সমস্যা। এটা অ্যাম্বুল্যান্স নয়, এটা আসলে বিলাসবহুল স্পিড বোট'।


যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডল বলেছেন, 'অসুস্থ হলে এটা দরকার। ৩-৪ টে নদী পেরোতে হয়। ৪-৫ ঘণ্টা সময় লেগে যায়। স্বাস্থ্য পরিষেবা ভাল করার জন্য এটা কেনা হয়েছে। নিন্দুকেরা তো এসব বলবেই।' সূত্রের খবর, বছর দেড়েক আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এই এলাকায় একটি ওয়াটার অ্যাম্বুল্যান্স চালু করেন। সেই বোটে প্রত্যন্ত দ্বীপ এলাকাগুলো থেকে গোসাবার মূল ভূখণ্ডে পৌঁছতে প্রায় ৩-৪ ঘণ্টা সময় লাগত। জ্বালানির খরচ না মেলায় সেটি বন্ধ হয়ে যায়। এই নতুন বোটে ৪০-৪৫ মিনিটে ওই দূরত্ব পেরোনো সম্ভব হলেও যাতায়াতের খরচ প্রায় দ্বিগুণ। সেক্ষেত্রে কি আদৌ স্বাস্থ্য পরিষেবার কাজে আসবে অত্যাধুনিক এই স্পিড বোট ? সে প্রশ্ন থেকেই যাচ্ছে। 


আরও পড়ুন- মহিলা কনস্টেবলকে খদ্দের সাজিয়ে শিলিগুড়িতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস পুলিশের