গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গতকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন (Sundarban) এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে জেলার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপে।


ভারী বৃষ্টি শুরু: রাজ্যের ওপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, রয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরে দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল। টানা ভারী বৃষ্টিতে ঘাটতি মিটবে বলে আশা কৃষি দফতরের। বুধবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর তার ফলেই ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়়েছে। দুর্যোগের কারণে এদিন সকাল থেকে রাস্তাঘাট ছিল ফাঁকা। জনজীবন কার্যত বিপর্যস্ত। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 


আবহাওয়ার আপডেট: মৌসুমী অক্ষরেখা ভাটিন্ডা দিল্লি লখনউ দেহেরী হয়ে আসানসোল কাঁথির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঝাড়খন্ডের ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় হচ্ছে এই বৃষ্টি। আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হবে হুগলি, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। বৃষ্টির বেশি সম্ভাবনা হাওড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে।  শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি কমবে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ হালকা পরিস্থিতির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।


উত্তরবঙ্গের আবহাওয়া: আজ বৃহষ্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুধু কালিম্পং জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। শনিবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই জেলাতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rachana Banerjee: বই হাতে পড়া ধরলেন ছাত্রদের, 'দিদিমণির' ভূমিকায় হুগলির স্কুলে সাংসদ