গৌতম মণ্ডল, কাকদ্বীপ: ডিস্ট্রিবিউটরের থেকে যাওয়ার কথা ছিল রেশন ডিলারদের কাছে। কিন্তু তা তো গেলই না, উল্টে উধাও হয়ে গেল প্রায় ১৫ লক্ষ কেজি চাল। ফের রেশনে দুর্নীতির অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)।


রেশনে দুর্নীতির অভিযোগ: রাজ্যে রেশন নিয়েও ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। লোকসভা ভোটের আগে রেশন দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে রেশনের চালে ব্যাপক গরমিল ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। গরমিল হওয়া চালের পরিমাণও চোখ কপালে তোলার মতো। প্রায় ১৫ লক্ষ কেজি। প্রশ্ন উঠছে, এটাও কি শুধু হিমশৈলের চূড়া মাত্র? এর নেপথ্যে কি লুকিয়ে রয়েছে বড়সড় কোনও দুর্নীতি? ঠিক কী ঘটনা ঘটেছে? কাকদ্বীপে রেশনে চালের MR ডিস্ট্রিবিউটর হলেন অমিত ভকত। তাঁর কাছ থেকে কাকদ্বীপ ও নামখানা ব্লকের প্রায় ১০০ রেশন ডিলারের কাছে চাল যায়। গরমিলের অভিযোগ উঠেছে সেখানেই।

ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যে পরিমাণ চাল রেশন ডিলারদের কাছে পৌঁছনোর কথা ছিল, তার থেকে অনেক কম পরিমাণ চাল যায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন মহকুমা খাদ্য নিয়ামক। তখনই সামনে আসে গোটা ঘটনা। প্রাথমিক তদন্তের পর, এম আর ডিস্ট্রিবিউটর অমিত ভকতকে সাসপেন্ড ও শোকজ করা হয়েছে। যদিও ঘটনা সামনে আসার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত।

রেশন দুর্নীতি মামলায় এর আগে উঠে এসেছিল বাকিবুর মডেল। আটাকল থেকে গম ভাঙিয়ে যে পরিমাণ আটা ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছনোর কথা ছিল, দেখা যায়, তার থেকে ৩০-৪০ শতাংশ কম সামগ্রী গেছে সরকারের ঘরে! আর বাকিটা বিক্রি হয়ে গেছে খোলা বাজারে। এখানেও কি সেরকমই কোনও মডেল কাজ করছে? প্রশাসন সূত্রে দাবি, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত বলেন, “একটা কাকদ্বীপের এম আর ডিস্ট্রিবিউটর, ওখানে আমরা স্টকটা কম পেলাম। প্রায় ১৫ হাজার ক্যুইন্টাল কম পেলাম। কিছু সন্তোষজনক উত্তর ছিল না। তাই আপাতত ওনাকে সাসপেনশনে রাখা হয়েছে। আর আমরা ওনাকে শোকজ করেছি। আর গ্রাহকদের আমরা আলাদা ডিলারের সঙ্গে ট্যাগ করে দিয়েছি। স্টকের শর্টেজ আপাতত ছিল। এখন তদন্ত চলছে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Job Seekers Protest: আগামীকাল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের, ধর্না মঞ্চে গিয়ে আশ্বাস কুণালের