গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সুটিয়ার পুনরাবৃত্তি দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপিতে (Kulpi)। একশো দিনের কাজের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সভাপতি, বুথ সভাপতি-সহ তৃণমূল নেতাদের বিরুদ্ধে।


কাটমানি নেওয়ার অভিযোগ: অভিযোগ, একশো দিনের কাজের উপভোক্তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা জোর করে নিয়ে নিচ্ছেন শাসকদলের নেতারা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুলপির করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। আর্থিক বেনিয়মের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস দিয়েছেন কুলপির BDO। কুলপির বিডিও জানিয়েছেন, পঞ্চায়েত থেকে আসা তথ্যের ভিত্তিতে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। ওই গ্রামে ৯৬ জনের অ্যাকাউন্টে সাড়ে ৮ লক্ষ টাকা ঢোকানো হয়েছে। তালিকা ধরে টাকা দেওয়া হয়েছে। টাকা এভাবে নিয়ে নেওয়া যায়না। মজুরি নিয়ে বেনিয়মের অভিযোগ পেলেই তদন্ত করা হবে। 


করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে টানা তিন বার তৃণমূলের দখলে। করঞ্জলির তৃণমূল অঞ্চল সভাপতি স্বপন মাঝি বকলমে একশ দিনের কাজের দায়িত্বে ছিলেন। তাঁকে সাহায্য করতেন তৃণমূল বুথ সভাপতি কার্তিক বিশ্বাস ও স্থানীয় নেতা গোপাল জানা। কাজের সুপারভাইজার ছিলেন বুথ সভাপতি কার্তিকের ছেলে সুশোভন বিশ্বাস। গ্রামবাসীদের অভিযোগ, এই তিন তৃণমূল নেতা মিলে একশ দিনের মজুরি নিয়ে তছরুপ করেছেন। ভোটের মুখে এই নিয়ে তৃণমূলকে বিঁধেছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ। তিনি জানিয়েছেন, "বঞ্চিত শ্রমিকদের পাশে আমরা আছি। দুর্নীতির তদন্ত চাইছি ও প্র‌য়োজনে আইনের সাহায্য নেওয়া হবে।''

লোকসভা নির্বাচনের মুখে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গ্রামবাসীদের বিক্ষোভের পর তৃণমূল অঞ্চল সভাপতি স্বপন মাঝির কথাতেও ধরা পড়ে নানা অসঙ্গতি। গ্রামবাসীদের দাবি মেনে বকেয়া মজুরি দ্রুত মেটানো হবে বলে জানান স্বপন। অন্যদিকে তৃণমূল বুথ সভাপতি কার্তিক বিশ্বাসের ছেলে সুপারভাইজার সুশোভন বিশ্বাসের কথাতেও ব্যাপক বেনিয়মের তথ্য ধরা পড়ে যায়। অস্বস্তি ঢাকতে দলীয় স্তরে তদন্তের আশ্বাস দিয়েছেন কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। তিনি জানিয়েছেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখব। প্রয়োজনে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে টাকা নয়ছয় মেনে নেওয়া হবেনা।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Bangalore Incident Update: আত্মগোপন করতে টাকা ও সিম কার্ডের জোগান, বিস্ফোরণকাণ্ডে এবার রাঁচি যোগ