গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মুখে ফের শাসকদলে ভাঙন। এবার দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মণ্ডল-সহ প্রাক্তন পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সভাপতি সহ মোট ৬ জন। গতকাল কাকদ্বীপের নিশ্চিন্তপুরে বিজেপির প্রকাশ্যসভা থেকে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও।
'পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে ভোটের টিকিট দেওয়া হয়নি তাঁকে'
২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে জয়লাভ করে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন কল্পনা মালি মন্ডল। কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের থেকে ভোটের টিকিট দেওয়া হয়নি তাকে। অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে নামখানা গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন নামখানার দ্বারিকনগর এলাকার বাসিন্দা সুকদেব সাহু। এবারের পঞ্চায়েত নির্বাচনে শুকদেবকেও দলের তরফে টিকিট দেওয়া হয়নি। পাশাপাশি একই সাথে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নামখানার দ্বারিকনগর গ্রামের তৃণমূলের জোনাল সভাপতি সুকুমার পাত্র। এছাড়াও আজ নামখানা ব্লক থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীরা।
পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়েই কি দলবদলের এই সিদ্ধান্ত তৃণমূল নেতাদের ?
তবে পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়েই কি দলবদলের সিদ্ধান্ত? এই নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা? সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে নামখানা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কল্পনা মালি মন্ডল বলেন,' বিজেপির নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েছি এবং বিগত পাঁচ বছর নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকাকালীন তৃণমূলের যে দুর্নীতি দেখেছি তাতে ওই দল আমি ছাড়তে বাধ্য হয়েছি। পাশাপাশি তৃণমূল ছেড়ে আজ বিজেপিতে যোগদান করে কল্পনা মালি মন্ডল বলেন,'তৃণমূল দলটাই দুর্নীতিপরায়ণ এবং পরিবারতন্ত্রের দল।'
আরও পড়ুন, বাংলা থেকে বিহারের পথে রাহুলের 'ন্যায়যাত্রা', কী বার্তা রাহুলের ?
'তৃণমূল দলটাই দুর্নীতিপরায়ণ এবং পরিবারতন্ত্রের দল'
কল্পনা মালি মণ্ডলের দলবদল প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, 'উনি আগে সিপিএম করতেন। পরে দলবদল করে তৃণমূলে আসেন। এখন আবার বিজেপিতে গেছে। তবে সভাপতি থাকাকালীন কখনও দুর্নীতির বিষয়ে আমাকে কিছু জানাননি।'