জয়দীপ হালদার, মন্দিরবাজার: মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শতাধিক মানুষ। তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষকেই বমি, পেট খারাপ সহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজার বিধানসভা এলাকার কাদিপুকুরে। ইতিমধ্যেই মন্দিরবাজার নায়ারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৩৮ জন ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কয়েকজনকে মথুরাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জয়নগর ও কুলপির স্বাস্থ্যকেন্দ্রেও কয়েকজন ভর্তি হয়েছেন।


গোষ্ঠ মেলায় ফুচকায় বিষক্রিয়া


স্থানীয় সূত্রে খবর, কাদিপুকুর এলাকায় স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারও গোষ্ঠ মেলার আয়োজন করা হয়েছিল। সেই মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে. মন্দিরবাজার ব্লকের সরদানা, চন্ডীপুর, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন ওই মেলায় যান। সোমবার রাতেই ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক মানুষ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় খাদ্যে বিষক্রিয়ার (Food poisoning) কারণেই এই ঘটনা ঘটেছে।


যাঁরা মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি সবরকম পরিস্থিতিতে এই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


বিভিন্ন জেলায় খাদ্যে বিষক্রিয়া


কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের কল্যাণী গ্রামে মেলায় ফুচকা খেয়ে ২২ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নিয়ে যাওয়া হয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিত্‍সার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।


আরও পড়ুন শাকের তরকারি খেয়ে মৃত্যু মহিলার, অসুস্থ শিশু-সহ পরিবারের আরও ৪


এর আগে গত সেপ্টেম্বরে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার খবর আসে। সেই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অন্তত ১৪২ জন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ইসলামপুর থানার অন্তর্গত কাশিমনগর এবং নলবাটা সংলগ্ন এলাকায়। দুপুরে ফুচকা খাওয়ার পর থেকেই সকলে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ডোমকল মহকুমা হাসপাতালেও ভর্তি হন কয়েকজন। সেখানেও সন্দেহ করা হয়, ফুচকা থেকেই বিষক্রিয়া হয়েছে।