রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : ফলের দাম চাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুরে মত্তদের হাতে আক্রান্ত প্রৌঢ়। তাঁকে বাঁচাতে যাওয়ায় ইটের ঘায়ে জখম হলেন এক ব্যবসায়ী। নরেন্দ্রপুরের (Narendrapur) গোপালনগরের ঘটনা। দুই অভিযুক্তের খোঁজ চালাছে পুলিশ (Police)। 


বকেয়া টাকা চেয়ে জুটল মার 


ফল বিক্রির বকেয়া টাকা চেয়েছিলেন। তা নিয়ে বচসা। অভিযোগ, এরপরই প্রৌঢ় ব্যবসায়ীকে মাটিতে ফেলে মারধর শুরু করে ২ মত্ত যুবক (Drunk Miscreant)। তাঁকে বাঁচাতে যাওয়ায় ইটের ঘায়ে জখম হলেন আরেক ব্যবসায়ী (Busienssman Attacked)। নরেন্দ্রপুরের গোপালনগরের (GopalNagar) ঘটনা। আক্রান্ত ব্যবসায়ী বিনোদ ঘরামির অভিযোগ, গৌর বিশ্বাস ও নিতাই বিশ্বাস নামে দুই যুবক কিছুদিন আগে তাঁর দোকান থেকে ১৮০০ টাকার ফল কেনেন। ১২০০ টাকা মিটিয়ে দিলেও, বাকি ছিল ৬০০ টাকা।


মাটিতে ফেলে বেধড়ক মারধর


ব্যবসায়ীর দাবি, দুই যুবক সেই টাকা দিয়েছেন বলে দাবি করলেও, তা তাঁরা দেননি। এ নিয়েই বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে খবর, এরপরই রবিবার মত্ত অবস্থায় দু'জনে চড়াও হয় ব্যবসায়ী বিনোদ ঘরামির দোকানে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় প্রৌঢ় ব্যবসায়ীকে। বাঁচাতে গেলে, অভিযুক্তদের হাতে আক্রান্ত হন আরেক ব্যবসায়ী বিশ্বজিৎ মণ্ডল। আক্রান্ত ব্যবসায়ী বিনোদ ঘরামি বলেছেন, 'ফল বিক্রি করে ১৮০০ টাকা পাওনা। ১২০০ টাকা দিয়েছে। ৬০০ টাকা পাওনা। দেয়নি অথচ বলছে দিয়ে দিয়েছে, এই নিয়ে কথা কাটাকাটি, মাটিতে ফেলে মারধর করে।' পাশাপাশি আক্রান্ত অপর ব্যবসায়ী বিশ্বজিৎ মণ্ডল বলেছেন, 'আমি আটকাতে গেছিলাম। পাশেই আমার দোকান। কিছুক্ষণ পর এসে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়'।


ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। 


আরও পড়ুন- রাজ্যের সঙ্গে সমীকরণ বদলের জল্পনার মাঝেই ধনকড়ের সঙ্গে বৈঠক আনন্দ বোসের


প্রসঙ্গত, গত বছরের গোড়াতে রাতের রাস্তায় প্রতিবাদী (Protester) ব্যক্তিকে পিটিয়ে খুন (Death) করা হয়েছিল। প্রতিবেশী মহিলার অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় খুন বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার (Katwa) নলহাটি গ্রামে। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ (CCTV footage) দেখে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে পুলিশ (Police Arrested)। প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল রাস্তায়। তারপর রড ও লাঠি দিয়ে চলল বেধড়ক মার! মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ছেড়ে পালায় দুষ্কৃতীরা।