শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: কটূক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্যানিংয়ে দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ মহিলাদের দাবি, তাঁরা ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময় রাস্তা আটকে গল্পগুজবে মত্ত ছিল ৩ যুবক সরে যেতে বলায় এক যুবক মহিলাদের মুখে আলো ফেলে কটূক্তি করে বলে দাবি প্রতিবাদ করায় লাঠি নিয়ে মহিলাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে আরেক যুবক আক্রান্তদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা অধরা।
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম ফকির মোল্লা ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত কৃষ্ণকালি কলোনিতে। ওই দুই মহিলার দাবি তারা রাত আট টা নাগাদ তম্বুলদহ অঞ্চল মোড় এলাকায় ওষুধ কিনতে যাচ্ছিলেন। আচমকাই রাস্তা বন্ধ করে তিনটি ছেলে দাঁড়িয়ে ছিলেন। তখন আক্রান্ত দুই মহিলা তাঁদেরকে রাস্তা থেকে সরে গল্প করতে বলেন।অভিযোগ তারই মধ্যে একটি ছেলে ওই দুই মহিলার মুখে মোবাইলের আলো জ্বালিয়ে কটুক্তি ও করতে থাকে তাঁদের কাপড় ধরে টান হিঁচড়ে করে।আর তারই প্রতিবাদ করেছিলেন ওই দুই মহিলা। এরপরই ওই দুই মহিলার ওপর চড়াও হয় অভিযুক্ত ফকির মোল্লা নামে এক যুবক। লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে । ওই দুই মহিলার চিৎকার চেঁচামেচি শুনে , আশেপাশের লোকজন ছুটে আসে ।পালিয়ে যায় অভিযুক্ত।দুই মহিলা ক্যানিং থানাতে লিখিত অভিযোগ করে।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আর এমনি ঘটনাতে নারী নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
আরও পড়ুন, জ্বালানির দরে বদল, আজ পেট্রোল ভরাতে খরচ কত ?
এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যে নারী নিরাপত্তা। এযেনও অদ্ভুত এক আঁধার গ্রাস করেছে আমাদের চারপাশকে! নাবালিকা থেকে তরুণী, কিশোরী থেকে গৃহবধূ, লালসার হাত থেকে কারোরই যেন রেহাই নেই। হাসপাতাল, পরিত্যক্ত জমি, ধানখেত, নদীর চর, পুজো মণ্ডপ, নানা প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে নারীর নিথর দেহ। সবচেয়ে উদ্বেগের হল দীর্ঘ হয়েই চলেছে এই তালিকা। এবার সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছে উত্তরবঙ্গের প্রান্তিক এই এলাকায়। গ্রেফতারও করা হয়েছে ৩ জনকে। প্রশ্ন হল, কেন বারবার লালসা আর হিংসার শিকার হচ্ছে মেয়েরা? কেন কিছুতেই এই প্রবণতায় রাশ টানা যাচ্ছে না? খাস কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা এমনিতেই নারী নিরাপত্তার বেআব্রু দিকটা সামনে এনে দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।