রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ভাঙড়ে (Bhangar) কাঠের মিলে অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় আতঙ্ক ছড়াল। দমকল সূত্রে খবর, কাশীপুরের (Kashipur) ওই কাঠের মিলে গতকাল রাত ২টো নাগাদ আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। দমকলের (Fire Brigade) একটি ইঞ্জিন প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সে সময় কোনও কর্মী ওই কাঠের মিলে ছিলেন না। মিল মালিকের দাবি, বহুমূল্যের কাঠ পুড়ে গেছে। কী থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।
কাঠের মিলে অগ্নিকাণ্ড: স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটেছে ভাঙড়ের (Bhangar) কাশীপুর থানার (Kashipur Police Station) বেলেদনা বাজারে। দমকল সূত্রে খবর, কাঠ ভর্তি ছিল ওই গুদামে। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গোটা মিল জুড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন আসে। টানা চার ঘণ্টার চেষ্টায় আহুন নিয়ন্ত্রণে আনে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। কিন্তু কীভাবে আগুন লাগল? প্রশ্নের উত্তর পেতে শুরু হয়েছে তদন্ত। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আমডাঙার গুদামে আগুন: উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙার (Amdanga) কামদেবপুরহাটে আমের গুদামে আগুন লাগে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙার কামদেবপুরহাটে আমের গুদামে (Mango store room) আগুন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ২টো নাগাদ আমের গুদামে আগুন লাগে। দমকল কর্মীরা (fire department) এসে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের আশঙ্কা, আগুন লেগে যাওয়ায় অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কিন্তু মাঝরাতে হঠাৎ কীভাবে আগুন লাগল, তার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Hooghly: বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এবার ব্যান্ডলে, চলছে শেষ মুহূর্তের পরিদর্শন