শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ের (Canning) নোনাঘেরি গ্রামে খোদ পুলিশ কর্মীর (Police) বাড়িতেই চুরি। নগদ টাকা, সোনাদানা-সহ কয়েকলক্ষ টাকার সামগ্রী খোয়া যাওয়ার অভিযোগ। পুলিশ সূত্রে খবর, বিধাননগর কমিশনারেটে (Bidhannagar Commissionerate) কর্মরত ওই পুলিশ কর্মী ও তাঁর পরিবারের সদস্যরা দিনপাঁচেক বাড়িতে ছিলেন না। গতকাল বাড়ি ফিরে দেখেন, সমস্ত দরজা ও একাধিক আলমারি ভাঙা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক। খোদ পুলিশ কর্মীর বাড়িতে চুরি হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশ্ন স্থানীয়দের।


পুলিশ কর্মীর বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিন পাঁচেক আগে বাড়ি ফাঁকা রেখে উত্তম ও তাঁর পরিবারের সদস্যরা বাইরে গিয়েছিলেন। গতকাল, মঙ্গলবার সন্ধেয় উত্তম পাত্র নামে ওই  পুলিশকর্মী বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ির সমস্ত দরজা ভাঙা। ঘরের ভিতরের একাধিক আলমারি ভাঙা। নগদ টাকা পয়সা, সোনার গয়না সহ কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশকর্মীর বাড়িতে ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।


এর আগে গত বছর বড়দিনের রাতে হাওড়ায় পুলিশ কর্মীর বাড়িতে চুরি হয়। ঘটনা হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Uluberia) যদুবেড়িয়া এলাকার। বড়দিন পালন করতে মেদিনীপুরের (Medinipur) দেশের বাড়িতে গিয়েছিলেন ওই পুলিশ কর্মী। আর সেই সুযোগেই চুরির কাজ চালায় দুষ্কৃতীরা। জানা যায় বড়দিনের রাতেই যদুবেড়িয়া এলাকায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সপরিবারে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দেশের বাড়িতে যান পুলিশ কর্মী। পাশের বাড়িটিও ফাঁকা ছিল। অভিযোগ, ওই রাতে দুটি বাড়িতে ঢুকে আলমারি ভেঙে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা।


আরও পড়ুন: Jalpaiguri News: উত্তরোত্তর বাড়ছে সংক্রমণ, এলাকাভিত্তিক ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জলপাইগুড়ি পুরসভার