নয়াদিল্লি: করোনা-আবহে (Corona) উদ্বেগ বাড়িয়ে ৪২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু (Daily Death)। দৈনিক সংক্রমণ (Daily Corona Case) বাড়ল প্রায় ১৯ শতাংশ। একইসঙ্গে বাড়ল সংক্রমণ হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের।


গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮।  অর্থাৎ একলাফে প্রায় ৪৪ হাজার ৯০০ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১০। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭৯ লক্ষ ১ হাজার ২৪১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৬১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০ জন। একদিনে ওমিক্রন আক্রান্ত বেড়েছে ০.৭৯ শতাংশ।






ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। একাধিক রাজ্যেও ভয়ঙ্কর পরিস্থিতিতে। সেখানে দাঁড়িয়ে রাজ্যগুলিকে আরও সতর্ক হওয়ার কথা জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিকে, রাজ্যে জারি বিধিনিষেধ, কিন্তু চিন্তা কমল না কোভিড (Covid-19) দাপট নিয়ে। রাজ্যে দৈনিক করোনা (Coronanavirus) সংক্রমণ ১০ হাজারের উপরেই। সোমবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। সংক্রমণের সঙ্গেই একদিনে বাড়ল মৃত্যুর সংখ্যা। রাজ্যে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু।


অন্যদিক, উদ্বেগজনক তথ্য প্রকাশ্যে এনে করোনা নিয়ে ফের সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)। হু-র প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন, বিশ্বে দ্রুত হারে ছড়াচ্ছে ওমিক্রন। গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষের বেশি। মৃত্যুর সংখ্যা স্থিতিশীল হলেও, সংক্রমণ বৃদ্ধির প্রভাব স্বাস্থ্য ব্যবস্থার ওপর পড়তে পারে।


আরও পড়ুন: Covid19 Third Wave: করোনার থার্ড ওয়েভের শিখর কি পার? কী বলছেন চিকিৎসকরা?