দক্ষিণ ২৪ পরগনা: চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, হাসপাতালে মৃত্যু ১ আহতের। এম আর বাঙুর হাসপাতালে মৃত্য়ু এক আহতের, খবর হাসপাতাল সূত্রে। এম আর বাঙুর হাসপাতালে গতকাল রাতে মৃত্য়ু গৌরহরি গঙ্গোপাধ্যায়ের। গতকাল চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর জখম হন ৪ জন। ২ জন ভর্তি ছিলেন এম আর বাঙুর হাসপাতালে, ২ জন পিয়ারলেস হাসপাতালে। 

Continues below advertisement

 

আরও পড়ুন, শুভেন্দুর কনভয় কাণ্ডে পাল্টা অভিযোগ দায়ের তৃণমূলের !

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

টুকরো টুকরো হয়ে গেছে অ্য়াসবেস্টস শেড। ইটের দেওয়াল ভেঙে চুরমার। উড়ে গেছে দূরের একটা বা়ড়ির চালও। আগুনের হলকায় ঝলসে গেছে প্রায় ৪৫ ফুট লম্বা গাছের একাংশ। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ৪জন। তাদের মধ্য়ে ১জন নাবালক। স্থানীয় সূত্রে দাবি, শনিবার দুপুর বারোটা দশ নাগাদ,পরপর তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।  বাজি তৈরির লাইসেন্স কি ছিল? সব নিয়ম মেনেই কি বাজি তৈরি হচ্ছিল?

স্থানীয়দের দাবি, বাজি তৈরির সময়ই বিস্ফোরণ ঘটে। দক্ষিণ ২৪ পরগনার স্থানীয় বাসিন্দা, ফুলঝুরি চরকা বানানোর কাজ হয় ঠিক আছে। কোনওভাবে, খারাপ থাকায় হয়ে গেছে। চম্পাহাটির হাঁড়ালে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও এখানেই বারবার বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। প্রাণ গেছে বহু মানুষের। এবারও সেই হাঁড়ালে, বাজি কারখানায় বিস্ফোরণেই গুরুতর জখম হলেন ৪ জন। বারুইপুর দমকল স্টেশন অফিসার  অমিত মুখোপাধ্য়ায় বলেন, বাজি কারখানায় বিস্ফোরণের পর যে প্রশ্নগুলো উঠছে, তা হল, বাজি তৈরির লাইসেন্স কি ছিল? সব নিয়ম মেনেই কি বাজি তৈরি হচ্ছিল? নিয়ম মানা না হয়ে থাকলে, প্রশাসন কী করছিল? কোথায় ছিল নজরদারি?  

কয়েকজনের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে এদিকে এই সমস্ত প্রশ্নের মাঝেই ঘটনাস্থলের একেবারে পাশেই দেখা গেল এই ছবি। আরেকটি বাজি কারখানা। দেখা যাচ্ছে তার বাইরে রোদে ঢেলে শুকোতে দেওয়া হয়েছে প্রচুর শব্দবাজি। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ৪জন। তাদের মধ্য়ে কয়েকজনের শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। জখমদের মধ্য়ে রাহুল পুঁই এবং বিশ্বজিৎ মণ্ডলকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২ জন অর্থাৎ গৌরহরি গঙ্গোপাধ্য়ায় এবং নাবালক ঈশান প্রামাণিককে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।