আবির দত্ত, কলকাতা: আজ ফের বড় সংখ্যায় করোনা পরীক্ষা (Corona) হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্রে। ডায়মন্ড হারবারে পুলিশ জেলার এসপির দাবি, টানা পরীক্ষার জন্য সংক্রমণের হার দুই শতাংশের নিচে নেমেছে।


১২ জানুয়ারি, স্বামীজির (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা। এবার নেতাজির (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকী, ২৩ জানুয়ারি ফের বড় সংখ্যায় টেস্ট হতে চলেছে ডায়মন্ড হারবারে। ব্যাপক সংখ্যায় করোনা পরীক্ষার সুবাদে সম্প্রতি ‘ডায়মন্ডহারবার মডেল’ (Diamond Harbor Model) নিয়ে আলোচনা চলছে রাজ্যে। করোনা মোকাবিলায় এই মডেল পথ দেখাচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। যদিও এই মডেলের বিরোধিতায় সুর চড়িয়েছে বিরোধীরা।


এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবার পুলিশ জেলা সূত্রে দাবি, ডায়মন্ডহারবার সংসদীয় কেন্দ্রে সংক্রমণের হার ২ শতাংশের নিচে নেমে এসেছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “এখানে ১৮ জানুয়ারিতে সংক্রমণের ১.০৯ শতাংশ, ২১ জানুয়ারি ১.৫২ শতাংশ। ডবল মাস্কিংয়ে জোর দিয়েছি। টেস্টিং অন হুইলসে জোর দিয়েছি। বাড়ি বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশন করা হচ্ছে।’’ নিজের নির্বাচনী কেন্দ্রে সংক্রমণের হার নিম্নমুখী দাবি করে, ফেসবুক পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, “আবার, পজিটিভিটি রেট ৩ শতাংশের নিচে। ধারাবাহিক প্রচেষ্টার দুর্দান্ত ফল। সামনের সারির কর্মীদের পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন জানাই। যাঁরা, পজিটিভিটি রেট কমাতে এবং ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার সবার ভালর জন্য কাজ করেছেন।’’


অন্যদিকে ডায়মন্ডহারবার মডেলে সাফল্য দাবির মধ্যেই, রাজ্যে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে মৃত্যু হয়েছে ৩৭জনের।এই নিয়ে বাংলায় টানা ৮দিন তিরিশের উপরেই রইল করোনায় মৃত্যু। ৮ দিনে রাজ্যে করোনা প্রাণ কেড়েছে ২৮৯ জনের। কলকাতা ও হাওড়ায় মৃত্যু হয়েছে ১৪ জনের। শুক্রবারের থেকে বেড়েছে দৈনিক সংক্রমণও। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯১জন। তার মধ্যে কলকাতায় আক্রান্ত ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ১ হাজার ৩৬০। দৈনিক সংক্রমণে তৃতীয় দার্জিলিং। চিন্তা বাড়িয়ে দার্জিলিঙে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০ পেরিয়েছে। যদিও রাজ্যে দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ১১ শতাংশ।


আরও পড়ুন: Firhad Hakim on Talk to Mayor : অভিযোগ আসার পরও কাজ না হলে আমাকে চেয়ার ছাড়তে হবে', পদ ছাড়ার কথা বলে ক্ষোভপ্রকাশ মেয়র ফিরহাদ হাকিমের