গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: প্রসূতি মায়ের নথিতে জমা দেওয়া আধারকার্ড 'নকল' ! ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এবার নকল আধারকার্ড চক্রের সন্ধান মিলল কাকদ্বীপে।

আরও পড়ুন, কাঁকুরগাছিতে BJP কর্মী অভিজিৎ খুনের পর ৪ বছর গা ঢাকা ! অবশেষে CBI-এর জালে অন্যতম অভিযুক্ত

গত সপ্তাহে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে দুই প্রসূতি মায়ের নথিতে জমা দেওয়া আধারকার্ড নকল বলে জানা যায়। এই দুই প্রসূতির সদ্যোজাত সন্তানদের জন্মের শংসাপত্র তৈরির জন্য হাসপাতাল থেকে আধারকার্ড চাওয়া হয়েছিল। সেই আধারকার্ড ২টি দেখার পর সন্দেহ হয় হাসপাতাল কতৃপক্ষের। দুই প্রসূতির পরিবারকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। দুই প্রসূতির পরিবার জানায় স্থানীয় সাইবার ক্যাফে থেকে এই আধারকার্ড তৈরি করেছে।

কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় হারুডপয়েন্ট কোস্টাল ও কাকদ্বীপ থানায় ২টি ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশের স্ক্যানারে কাকদ্বীপের গোবিন্দরামপুর এলাকার একটি সাইবারক্যাফে। ওই সাইবার ক্যাফে নকল আধারকার্ড তৈরীর কথা স্বীকার করেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতে সাইবার ক্যাফেগুলির সঙ্গে শাসক দলের যোগের অভিযোগ সরব বিজেপি। অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূল  নেতৃত্বের যথাযথ তদন্তের আশ্বাস।

পূর্ব বর্ধমানের বাসিন্দা জেঠু-জেঠিমাকে বাবা-মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের যুবক। পাসপোর্ট পুনর্নবীকরণের সময় ধরা পড়ল জালিয়াতি। ঘটনায় তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। জেঠু ও জেঠিমাকে বাবা-মা সাজিয়ে পাসপোর্ট জালিয়াতি ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েত পাড়ি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট জালিয়াতি-কাণ্ডে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার একাইহাটে। জেলা গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, ২০১৪ সালে ভারতে আসেন বাংলাদেশের বাসিন্দা শাওন বাগচী। কাটোয়ার একাইহাট গ্রামে শাওনের জেঠুর বাড়ি। সেই সময় জেঠু-জেঠিমাকে বাবা-মা পরিচয় দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন ওই বাংলাদেশের নাগরিক। ২০১৬-তে সেই পাসপোর্ট নিয়ে কুয়েত পাড়ি দেন অভিযুক্ত। ৯ বছর পর সেই পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করতেই কাটোয়ার ঠিকানায় গোয়েন্দারা পৌঁছতেই ধরা পড়ে কারসাজি।

প্রসঙ্গত, ২০২৬ সালে বিধানসভা ভোটের আগে কি নতুন করে এরাজ্যে তৈরি হবে ভোটার তালিকা? কারণ পাশের রাজ্য বিহারে বিধানসভা ভোটের আগে, নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর এর পরই, এরাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ক্য়ালেন্ডার অনুযায়ী বাকি আর মাস দশেক।রাজ্যে বিধানসভা ভোটের দামামা প্রায় বেজেই গেছে। আর তার আগে অন্য়তম ইস্য়ু হয়ে উঠেছে 'ভুয়ো ভোটার'। কখনও দুই কেন্দ্রে একই ব্যক্তির নাম। কখনও এরাজ্য়ের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম। গত কয়েক মাসে ভোটার তালিকায় সামনে এসেছে এমন একের পর এক গরমিল। যা নিয়ে উত্তাল হয়েছে রাজনীতি। এই পরিস্থিতিতে আগামী বিধানসভা ভোটের আগে কি রাজ্যে নতুন করে ভোটার তালিকা তৈরি হবে? এই সম্ভাবনার কথা উঠে আসছে কারণ, পড়শি রাজ্য বিহারে নভেম্বরে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে নতুন করে ভোটার তালিকা তৈরি করছে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন বুথ লেভেল অফিসাররা।