রঞ্জিত সাউ, সোনারপুর: বাইকের সঙ্গে ধাক্কা লাগায়, গাড়ির আরোহী দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। আজ সকালে ঘটনাটি ঘটে সোনারপুরের (Sonarpur) সুভাষগ্রাম এলাকায়। দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি তরোয়াল।


দম্পতিকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ: পুলিশ সূত্রে খবর, এন্টালি (Entally) থেকে বাইকে চড়ে চম্পাহাটিতে বাজি কিনতে এসেছিল দুই যুবক। এদিন সকালে দম্পতির গাড়িকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এরপরই শুরু হয় দুপক্ষের বচসা। অভিযোগ, প্রথমে স্বামীকে মারধর করা হয়। এরপর হঠাৎই তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকরা। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে। ওই দুই যুবককে পাল্টা মারধর করে বলে অভিযোগ। আহত এক অভিযুক্ত হাসপাতালে চিকিত্সাধীন। সোনারপুর থানায় (Sonarpur Police Station) খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।


দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ: বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায়, পাটুলিতে (Patuli) দম্পতিকে মারধর ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ইট মেরে ভেঙে দেওয়া হয় দরজার কাচ। আটক মূল অভিযুক্ত। দম্পতির অভিযোগ, গতকাল বাড়ির সামনে বসে মদ্যপান করার পাশাপাশি, গালিগালাজ ও অভব্য আচরণ করছিলেন এক প্রতিবেশী ও তাঁর দুই বন্ধু। প্রতিবাদ করায়, তিনজনে মিলে স্বামীকে মারধর করেন। প্রতিবাদ করায় স্ত্রীকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এলাকাছাড়া করার হুমকি দেওয়ার পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পাটুলি থানায় (Patuli Police Station) অভিযোগ দায়ের হয়েছে।


মালদায় আক্রান্ত দম্পতি: কালীপুজোর মণ্ডপ ভাঙচুরের প্রতিবাদ করায়, আক্রান্ত দম্পতি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মালদার (Malda) রতুয়ার (Ratua) পশ্চিম রুকুন্দিপুর (West Rukundipur) এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত দম্পতি বাড়ির পাশেই কালীপুজো (Kali Puja 2022) করেন। অভিযোগ, গতকাল মণ্ডপ ভাঙচুর করে একদল মত্ত দুষ্কৃতী। বাধা দেওয়ায় দম্পতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আক্রান্ত দম্পতি হাসপাতালে ভর্তি। ৭ জনের বিরুদ্ধে রতুয়া থানায় (Ratua Police Station) অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অধরা।


আরও পড়ুন: North 24 Parganas: বারাসাতের তৃণমূল নেতা খুনে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত দলেরই এক সমর্থক