সমীরণ পাল, বারাসাত: বারাসাতের (Barasat) তৃণমূল নেতা ও জেলা পরিষদ সদস্যকে খুনের ঘটনায় রাজারহাট থেকে অন্যতম মূল অভিযুক্ত দলেরই এক সমর্থককে গ্রেফতার করল পুলিশ। ধৃত সামশের আলি মোল্লা রাজারহাটের (Rajarhat Arrest) মাটিয়াগাছার বাসিন্দা। এই নিয়ে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের তৃণমূল সদস্য মতিয়ার সাঁপুইকে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। খুনের নেপথ্যে দলেরই কেউ জড়িত, তাদেরকেও ধরতে হবে, দাবি নিহতের পরিবারের।


তৃণমূল নেতা খুনে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত: ২১ সেপ্টেম্বর, গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল নেতার। পরিকল্পিত খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার। এই ঘটনায় দলের একাংশের জড়িত থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করে এর আগে বিতর্ক উসকে দেন মন্ত্রী রথীন ঘোষ ও তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম।  


এদিকে ট্রেনের কামরায় মদ্যপানের প্রতিবাদ করায় এক রেলকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ রেলেরই সাফাই কর্মী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। কাশ্মীর বেড়িয়ে বাড়ি ফেরার সময় জম্মু তাওয়াই এক্সপ্রেসে এমনই অভিজ্ঞতার সামনাসামনি হতে হল খোদ রেলকর্মীকে। আরপিএফ সূত্রে খবর, গত বুধবার রাতে জম্মু স্টেশন থেকে ট্রেনে ওঠেন হাওড়া কারশেডের ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বিভাগের কর্মী শিবশঙ্কর দত্ত। কিছুক্ষণ পর তিনি দেখেন, উল্টো দিকের আসনে বসে মদ্যপান করছেন এক সহযাত্রী। অভিযোগ, ট্রেনের কামরায় বসে মদ্যপানের প্রতিবাদ করায় রীতি মতো হুমকি দিতে থাকেন ওই ব্যক্তি। আরপিএফ জওয়ানদের কাছে অভিযোগ জানালে তাঁরা অভিযুক্তের থেকে মদের বোতল কেড়ে নেন ও অন্য আসনে সরিয়ে দেন। অভিযোগ, আসানসোল স্টেশনে ট্রেন থেকে নামার সময় লোকজন জড়ো করে রেলকর্মী শিবশঙ্কর দত্তের ওপর চড়াও হন শত্রুধন রাম নামে মূল অভিযুক্ত। লাঠি, লোহার রড নিয়ে প্রতিবাদী রেলকর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।


ঘটনায় রানিগঞ্জ স্টেশনের ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ করেন আক্রান্ত। রেল সূত্রে খবর, ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত শত্রুধন রামকে গ্রেফতার করেছে রেলপুলিশ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, অভিযুক্ত রেলেরই অস্থায়ী কর্মী। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তেরও খোঁজ শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন: Coochbehar: রাজ্য সরকারকে হুঁশিয়ারি কেএলও নেতা জীবন সিংহের, অডিও ক্লিপ ঘিরে শোরগোল