পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ইডির (ED) অফিসারদের ওপর ভয়াবহ হামলার পরে দুদিন কেটে গেছে। এখনও থমথমে সন্দেশখালির আকুঞ্জিপাড়া। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তালা। খোঁজ নেই আত্মীয়দের। স্থানীয় বাসিন্দাদের মুখেও কুলুপ। আতঙ্কের ছাপ স্পষ্ট।


এখনও থমথমে সন্দেশখালি: ৪৮ ঘণ্টা আগেই ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। রেশন দুর্নীতি মামলায় অভিযান চালাতে এসে রক্তাক্ত হতে হয়েছে ইডি অফিসারদের। পালাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এক কথায় সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে এসে নজিরবিহীন নিগ্রহের শিকার হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। দুদিন কেটে গেলেও, এখন থমথম করছে এলাকা। এদিক-ওদিক চোখ ঘোরালেই দেখা যাচ্ছে শুক্রবারের ধ্বংসাবশেষের ছবি।

সরবেড়িয়া বাজার থেকে বাঁ দিকে ধামাখালি ফেরিঘাটের দিকে যে রাস্তা চলে যাচ্ছে, সে পথেই আকুঞ্জিপাড়া মোড়েই তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের সুদৃশ্য বাড়ি। একই উঠোনে আত্মীয়রাও থাকেন। সর্বত্র বিত্তের ছাপ। কিন্তু, শুক্রবারের ঘটনার পরে, সবকটি বাড়িতে তালা ঝুলছে। শেখ শাহজাহানের অনুগামীরা যখন নিজেদের অবস্থানে অনড়, তখন ইডি অফিসারদের ওপর হামলা নিয়ে তৃণমূলের অন্দরেই সামনে এসেছে ভিন্ন সুর।এরইমধ্যে শেখ শাহজাহানের অডিও বার্তা ভাইরাল হয়েছে। জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শেখ শাহজাহান, “আমার অনুরোধ, এই সব CBI-ED নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, তোমরা বঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে, সন্দেশখালি তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব, ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান, হাজারো হাজারো শেখ শাহজাহান আছে।’’


এদিকে সন্দেশখালির ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR করেছে পুলিশ। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। অভিযোগে উল্লেখ, শুক্রবার না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন ED-র অফিসাররা। এ ছাড়াও, সন্দেশখালির ঘটনায় আরও দুটি FIR হয়েছে। ED-র অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। বেপরোয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা করেছে ন্যাজাট থানার পুলিশ। সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: DYFI: DYFI-এর ডাকে আজ ব্রিগেড সমাবেশ