রঞ্জিত হালদার, সোনারপুর: সোনারপুরের প্রতাপনগরে রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, চম্পাহাটি ভোজেরহাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল। গাড়ি চলাচল তো দূর, এই রাস্তা মানুষের হাঁটারও অযোগ্য়। বারাবার অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় রাস্তা সারাইয়ের দাবিতে আজ সকালে অবরোধ করেন স্থানীয় মানুষ এবং এই রুটের অটোচালকদের একাংশ। ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা। তবে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। 

রাস্তাজুড়ে খানা-খন্দ। এক পশলা বৃষ্টি হলেই তাতে জল জমে শুরু হয় ভোগান্তি। রাস্তা সারাইয়ের দাবিতে চম্পাহাটি-ভোজেরহাট রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দা এবং অটোচালকদের একাংশ। যদিও পুলিশের আশ্বাসের পর কয়েক ঘণ্টার মধ্য়ে উঠে যায় অবরোধ। স্থানীয় এক অটোচালক আমিরুল মল্লিক বলেন, "বিগত ২ বছর ধরে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের সামান্য় মেরামতি হয়, আবার খারাপ হয়ে যায়। এইভাবে রাস্তা চলছে। এখন বর্তমান যা পরিস্থিতি, রাস্তায় মানে চলার মতো পরিস্থিতি নেই। সরকারের এই যে রাস্তায় আমরা চলছি, আমাদের জন্য় পদক্ষেপ কী নিচ্ছে?  এখান থেকে কোনও একজন গর্ভবতী মহিলা যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেইরকম পরিস্থিতি নেই রাস্তার। আমাদের বক্তব্য় হল সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে কেন?'' স্থানীয় পঞ্চায়েতে অবশ্য দাবি, দ্রুত রাস্তা সারানো হবে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবনাথ দত্ত বলেন, "রাস্তাটা সত্য়ি খারাপ হয়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি। যত দ্রুততার সঙ্গে যাতে রাস্তা সারাতে পারে আমরা সর্বতোভাবে তার ব্য়বস্থা নেব।''

শুধু এই ছবিটা সোনারপুরের এমনটা নয়। কোথাও খারাপ রাস্তার কারণে, মাকে রাস্তাতে জন্ম দিতে হয়েছে সন্তানের। কোথাও আবার রাস্তার মেরামতির জন্য গর্তে পড়ে সাইকেল চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। ঠিকাদারের কাজের গাফিলতিতে ভগ্নদশা তপনের একটি সেতু। তপন ব্লকের গোফানগর মোড় থেকে গোবিন্দপুর যাওয়ার মাঝে সুলতানিপুর এলাকাতে রয়েছে কাশিয়া খাড়ির উপর একটি সেতু। সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের কাের গাফিলতিতে সেতুির অবস্থা আরও বেহাল। কয়েক দিনের বৃষ্টিতে সেতু সংযোগকারী রাস্তার দুপাশ ভেঙে কাশিয়া খাড়িতে পড়েছে। বিচ্ছিন্ন হয়েছে তপন ও বালুরঘাট ব্লকের যোগাযোগ ব্যবস্থাও। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন বাসিন্দারা।