হিন্দোল দে, কলকাতা : ‘তোলা’ না দেওয়ায় ‘অপবাদ’ দিয়ে মহিলার পরিবারকে কার্যত ‘সামাজিক বয়কট’! সোনারপুরের কামরাবাদে বাড়ি করতে গেলে তৃণমূলের (TMC) ‘তোলাবাজি'! স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ১০ হাজার টাকা চাওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় এক বছর ধরে লাগাতার ‘হুমকি-হেনস্থা’র শিকার মহিলা। অভিযোগ, প্রথমে হামলা, তাতেও কাজ না হওয়ায় বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।


মারধর, বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেওয়া


বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাস্তা তৈরিতেও বাধা দেওয়ার অভিযোগ। তোলা না দেওয়ায় গতবছর অ্যাথলিটের মাকে বিবস্ত্র করে মারধর, ব্লেড দিয়ে হামলার অভিযোগ। পেশায় জিমন্যাস্টিক্সের বিচারক মহিলার গায়ে আগুন লাগানোর হুমকির অভিযোগ। ‘হামলার অভিযোগে গ্রেফতারের পরেও মহিলাকে লাগাতার হুমকি’! মামলা তুলতে এবার অপবাদ দিয়ে মহিলার পরিবারকে এলাকা ছাড়া করার চেষ্টার অভিযোগ। এক বছরের বেশি সময় ধরে লাগাতার ‘হেনস্থা-হামলা’, এবার কার্যত ‘সামাজিক বয়কট’। লাগাতার ‘হেনস্থা-হামলা’র মুখে ফের পুলিশের কাছে অভিযোগ দায়ের।


অভিযোগকারিণী জানিয়েছেন, 'প্রথমে ১০ হাজার টাকা ও বাড়ির কাগজ লিখে দিতে বলা হয়। আমাদের টাকা নেই দেওয়া মতো। তাছাড়া বাড়ির কাগজ এভাবে কীভাবে লিখে দেব! তারপর থেকেই শুরু হয় সব।'


অভিযোগ অস্বীকার


তোলা চেয়ে হেনস্থা-হামলার অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ‘মিথ্যে অভিযোগ, রাস্তার বিষয়টি নিয়ে আসলে দেখে নেব’, তোলাবাজির অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের অঞ্চল সভাপতির । থানায় অভিযোগ দায়ের করলে পদক্ষেপের আশ্বাস তৃণমূল বিধায়কের । সমস্যা নিয়ে এলে সমাধান করে দেব বলেও আশ্বাস বিধায়ক ফিরদৌসি বেগমের। 


২০২১-র অগাস্টেও একই ধরনের পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন বিধায়ক। যদিও তৃণমূল বিধায়কের আশ্বাসই সার, এবার কার্যত সামাজিক বয়কটেরই অভিযোগ। মামলা তুলতে চাপ, অপবাদ দিয়ে এলাকা ছাড়ার চেষ্টার অভিযোগ। মহিলার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস পুলিশের: সূত্র।


প্রসঙ্গত, মাস দুয়েক আগে তৃণমূলের (TMC) ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার কামারহাটি। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি।


আরও পড়ুন- অভিষেকের পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর