কলকাতা: অভিষেকের (Abhishek Banerjee) পর এবার দলিল-বিতর্কে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিশানা তৃণমূলনেত্রীর (Mamata Banerjee)। "অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল মেলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রতিহিংসার বশে গ্রেফতার করলেও আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার দলিল পাওয়া গেছে। তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হবে না?'' প্রশ্ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


দিলীপ ঘোষকে নিশানা তৃণমূলনেত্রীর: এসএসসি’র নিয়োগ দুর্নীতির মামলায়, মিডলম্যান প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রের যে সিজার লিস্ট সিবিআই পেশ করেছে তাতে দেখা গেছে দিলীপ ঘোষের নামও। সিজার লিস্ট অনুযায়ী, নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত মিডলম্যানের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের দলিল। সেই তথ্যকে হাতিয়ার করেই, এবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলনেত্রী। ঝাড়গ্রামে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ছোট ছোট ভুল হলেও সিবিআই-ইডি দিয়ে তদন্ত করাচ্ছে। কিন্তু নির্বাচনে খরচ করা হাজার হাজার কোটি টাকার উৎস কী? এত টাকার উৎসের খোঁজ করেছে সিবিআই-ইডি?'' পাশাপাশি নাম করে দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হবে না, সেই প্রশ্নও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। "অর্পিতার ফ্ল্যাট থেকে দলিল পাওয়া যাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী গ্রেফতার করেছে। দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকেও তো বিজেপির নেতার উদ্ধার হয়েছে। তাঁকে কেন গ্রেফতার নয়?''


এই একই ইস্যুতে গতকাল দিলীপ ঘোষের গ্রেফতারির দাবিতে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। সে কারণে অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপের বাড়িতে কেন তল্লাশি চালানো হল না’’’


SSC মামলায় ধৃত মিডলম্যানের বাড়িতে দিলীপের দলিল। দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই প্রসঙ্গে বলতে গিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, যাঁরা দোষী, তাঁরা শাস্তি পাবেন। তা হলে তা সুনিশ্চিত করুন। দিলীপকে কেন গ্রেফতার করা হবে না? আদালতের কাছে প্রশ্ন রাখছি।’’নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন। পাল্টা দিলীপ ঘোষের নাম নিয়ে এবার সুর চড়াচ্ছে তৃণমূল।


আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির বুথ সভাপতির রহস্যমৃত্যু