রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : মহিলা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল সোনারপুরের (Sonarpur) রামচন্দ্রপুরের গেঞ্জি কারখানায়। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে কারখানায় ভাঙচুর চালালেন শ্রমিকরা। কাজ বন্ধ করে চলল বিক্ষোভ। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ১২ জন মহিলা শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে মহিলা শ্রমিকদের এনে বাড়ি ভাড়া করে রেখেছিল কারখানা কর্তৃপক্ষ। অসুস্থ ওই শ্রমিককে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তাঁর। 


অভিযোগ, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ২৪ বছরের রুবি কুমারী। কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও ছুটি মেলেনি এবং তাঁর চিকিৎসাও হয়নি। গতকাল ওই মহিলা শ্রমিকের (Lady Factory Worker) মৃত্যু হয়। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনারপুর থানায় (Sonarpur Police Station) অভিযোগ দায়ের হয়েছে। কারখানায় কর্মরত শ্রমিকদের অভিযোগ, নূন্যতম ওষুধ-পত্র থাকে না এখানে। অসুস্থ হয়ে পড়ার কথা জানালেও ছুটি মেলেনি।


গেঞ্জি কারখানার অন্য এক শ্রমিকের অভিযোগ, বাড়ি যেতে দেয় না। বলে শরীর খারাপ তো কী হয়েছে, মরে গেছো নাকি ? কারখানার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তাঁর বক্তব্য, খুব খারাপ ব্যবহার করে। বলে মরে গেলে এখানের পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষ অবশ্য শ্রমিকদের একাংশের যে দাবি এড়িয়ে গিয়েছে। 


গাফিলতির অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। ছুটি চেয়ে কোনও আবেদন জমা পড়েনি বলেই তাঁদের দাবি। পাশাপাশি ওই কর্মীর অসুস্থ থাকার কথাও তাঁরা জানতেন না বলেই দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। এর মাঝে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর ভিন রাজ্য থেকে বাংলায় কাজ করতে এসে প্রাণ হারালেন এক শ্রমিক।


পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্য়ুর আসল কারণ জানা যাবে। 


                                                                                            


 


আরও পড়ুন- রাজভবনের নালিশের পরই পুলিশকে সরানোর নির্দেশ, নিরাপত্তার দায়িত্ব নেবে সিআরপিএফ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial