রঞ্জিত হালদার ও হিন্দোল দে, কলকাতা : কালো ধোঁয়ার আস্তরণে যেন আরও নিকষ অন্ধকার। আগুনের লেলিহান শিখায় চোখের সামনে গিলে খাচ্ছে আস্ত একটা কারখানাকে ! সুভাষগ্রামে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। রাত ৯ টা নাগাদ আগুন লাগার পর ক্রমশ বেড়েছে আগুনের তেজ ও পরিধি। আগুন লাগার পরই ঘটনাস্থলে ছুটে যায় দশটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুন নেভানোর ব্যাপারে গভীর রাত পর্যন্ত সাফল্য আসেনি। যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেটাই প্রাথমিকভাবে নিশ্চিত করে ক্রমশ আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।


সুভাষগ্রামে যে প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে, তার পাশেই রয়েছে বারুইপুর পলিটেকনিক কলেজ। তাই প্লাস্টিক কারখানায় লাগা আগুন যাতে পলিটেকনিক কলেজে না ছড়িয়ে পড়ে, সেটাই প্রাথমিকভাবে নিশ্চিত করার কাজে হাত লাগিয়েছেন দমকলকর্মীরা। এদিকে, কারখানাটির পাশে রয়েছে একটি খাটালও। তাই গবাদি পশুরাও যাতে আগুনের আঁচ থেকে বাঁচে, সেই মরিয়া চেষ্টাও চালানো হচ্ছে। সবমিলিয়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। যদিও সৌভাগ্যবশত, বিধ্বংসী আগুন লাগলেও ঘটনায় কেউ হতাহত হননি। তবে লেলিহান আগুনের শিখায় গোটা কারখানাটা কার্যত ছাইতে পরিণত হওয়ার পথে।


প্রসঙ্গত, গত এপ্রিল মাসে তপসিয়ায় একটি রাসায়নিক কারখানায় আগুন (Tapsia Factory Fire) লেগেছিল। আগুন নেভানোর কাজে নামে দমকলের সাতটি ইঞ্জিন। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় সমস্যায় পড়েন দমকলকর্মীরা। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন তাঁরা। গত মার্চ থেকে এপ্রিলের মাঝে ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় বারবার আগুন লাগার ঘটনা ঘটেছিল। দাহ্য পদার্থ থাকায় তো বটেই কখনও শর্ট সার্কিটের কারণেও মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল রাজ্যকে। সম্প্রতি তিলজলায় প্রিন্টিং কারখানাতেও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সেবার বাবা ও ছেলের। আর এক ছেলেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  এবার সুভাষগ্রামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল।                        


আরও পড়ুন- শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৮ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial