নয়াদিল্লি: আপাতত প্রেক্ষাগৃহে চলছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালকের আসনে ফিরলেন কর্ণ জোহর (Karan Johar)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। সেই সঙ্গেও বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Jaya Bachchan) ও শাবানা আজমিকে (Shabana Azmi) দেখা গেছে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটি বেশ ভালই রিভিউ পাচ্ছে দর্শক ও সমালোচকদের থেকে। তারই মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য (kissing scene)।
'রকি অউর রানি'র ছবিতে নজর কাড়ল ধর্মেন্দ্র-শাবানার 'ঘনিষ্ঠ দৃশ্য'
রোম্যান্টিক ড্রামা এই ছবিতে দর্শকের নজর কেড়েছে দুই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমির চুম্বনের দৃশ্য। ছবিতে শাবানা আজমির চরিত্রের জন্য ধর্মেন্দ্রকে গাইতে শোনা যায়, 'অভি না যাও ছোড় কর'। এবং তাঁদের পুনর্মিলন হয় চুম্বনের দৃশ্যে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা ধর্মেন্দ্র এই দৃশ্য সম্পর্কে মুখ খোলেন। বলেন, 'আমি শুনছি যে শাবানা এবং আমি নাকি চুম্বনের দৃশ্য দিয়ে দর্শককে চমকে দিয়েছি, এবং একইসঙ্গে তাঁরা সেই দৃশ্যের প্রশংসাও করছেন। আমার মনে দর্শক এটা আশা করেননি এবং দৃশ্যটা খুবই আচমকা এসেছে তাঁদের চোখের সামনে সেই কারণেই এতটা প্রভাব ফেলতে পেরেছে। শেষ আমি পর্দায় চুম্বনের দৃশ্য করেছিলেন 'লাইফ ইন এ মেট্রো' ছবিতে নাফিসা আলির সঙ্গে এবং সেই সময়েও দর্শক প্রশংসা করেছিলেন।'
৮৭ বছর বয়সী অভিনেতা আরও বলেন, 'যখন কর্ণ এই দৃশ্যের কথা আমাদের বলে, আমি উত্তেজিত হইনি (হাসি)। আমি বুঝতে পারি যে সিনেমার গল্পের প্রয়োজন এই দৃশ্যের এবং জোর করে এই দৃশ্য ঢোকানো হয়নি এবং আমি বলি যে আমি রাজি। এছাড়াও আমি মনে করি যে রোম্যান্সের কোনও বয়স হয় না। বয়স শুধু একটা সংখ্যা মাত্র এবং দুটো মানুষ তাঁদের বয়স যাই হোক না কেন, একে অপরের প্রতি ভালবাসা চুম্বনের মাধ্যমে প্রকাশ করবে। শাবানা বা আমার, কারও কোনও অস্বস্তি হয়নি এই দৃশ্যটা করার সময় কারণ খুব ভাল করে শটটা নেওয়া হয়েছিল।'
আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনার নিশানায় কর্ণ জোহরের নতুন ছবি, পোশাক নিয়ে বিশেষ 'বার্তা' রণবীরকে
২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। গত সপ্তাহে 'বার্বি' ও 'ওপেনহাইমার' মুক্তির এক সপ্তাহের মাথায় এই ছবির মুক্তির সিদ্ধান্ত খানিক ঝুঁকিপূর্ণ বলেই মত সমালোচকদের। তবুও প্রথম দিনেই ভালই ব্যবসা করল এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি প্রথম দিনে ১১.১০ কোটি টাকার ব্যবসা করেছে। সিনেপ্রেমীদের বেশ মনেও ধরেছে ছবিটি। মানুষের মুখে মুখেও শোনা যাচ্ছে ছবির প্রশংসা। আশা করা যাচ্ছে শনিবার ও রবিবারে ছবির ব্যবসা আরও বাড়বে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন