গৌতম মণ্ডল, সুন্দরবন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, সুন্দরবনে (Sundarban) ফের দুর্যোগের ভ্রুকুটি। নিম্নচাপ ও পূর্ণিমার কটালের জেরে আবারও দুর্যোগের ভ্রুকুটি সুন্দরবনজুড়ে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


ফের দুর্যোগের ভ্রুকুটি: হাওয়া অফিস সূত্রে খবর, কটালের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা থাকছে। এই দুর্যোগের জন্য সুন্দরবনের বাসিন্দাদের আগামীকাল ২২ তারিখ পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাইকে সতর্কবার্তা প্রচার করছে পুলিশ। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফে ফেরিঘাট ও জনবহুল এলাকায় চলছে প্রচার। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। বেহাল নদী ও সমুদ্রবাঁধের কাছাকাছি বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যেতে বলা হচ্ছে। অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।


আবহাওয়ার আপডেট: আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টি ওপরের দুই জেলায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলসহ বঙ্গোপসাগরে আগামী ১২ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 


দক্ষিণবঙ্গের আবহাওয়া                         



  • দক্ষিণবঙ্গের সব জেলাতেই  বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে।

  • সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। 

  • মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। 

  • বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে হালকা বৃষ্টি চলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 21 July: ডেঙ্গি-প্রতিরোধের বার্তায় মশা রূপে, ধর্মতলায় হাজির তৃণমূল কর্মী