আবির দত্ত, কলকাতা: আজ তৃণমূলের ২১ জুলাই (21 July)। ধর্মতলায় তৃণমূলের মেগা সমাবেশ। জেলা থেকে কলকাতায় দলে দলে নেতা-কর্মীরা। সকাল থেকেই বাড়ছে ভিড়। শিয়ালদা, হাওড়ায় বিশেষ ক্যাম্প। লোকসভা ভোট, উপনির্বাচনে সবুজ ঝড়ের পর কী বার্তা মমতার? নজর সবার।               


নিরাপত্তা জোর: ধর্মতলায় সকাল থেকেই জনজোয়ার। ২১ জুলাই উপলক্ষে মঞ্চের সামনে ভিড়। হইহই করে বিকোচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টুপি। মঞ্চের সামনে জায়গা পাওয়ার জন্য অনেকে অপেক্ষায় রাত থেকে। উত্তরবঙ্গ থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছনোয়, উত্তরের তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় ক্রমেই বাড়ছে। কলকাতার আশপাশের জেলা থেকে একের পর এক বাস এসে পৌঁছচ্ছে। ২১ জুলাই উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফে। ধর্মতলা চত্বরে যেসব হাইরাইজ বিল্ডিং রয়েছে সেখান থেকে নজরদারি চালানো হবে। নজরদারি চালানো হবে বিভিন্ন ওয়াচ টাওয়ার থেকে। সাদা পোশাকের পুলিশের আধিকারিকরা রাস্তার বিভিন্ন প্রান্তে রয়েছেন। বাড়তি মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের নানা প্রান্তে। রবিবারের মঞ্চে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "কালকে যদি আবহাওয়া ঠিক থাকে, অখিলেশ আসবে। অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি।'' 


কোন পথে এগোবে মিছিল? 


২১ জুলাই উপলক্ষে ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রেনে করে আরও কর্মী-সমর্থকরা আসছেন শহরে। লালবাজার সূত্রে খবর,                       



  • হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা হাওড়া ব্রিজ --- ব্রেবোর্ন রোড --- নিউ CIT রোড --- সেন্ট্রাল অ্যাভিনিউ --- চাঁদনি চক ---- এসএন ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে।

  • শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়।

  • দক্ষিণ কলকাতার মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলার সভাস্থলে পৌঁছবে।

  • শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 21 July: ২১ জুলাই যানজটের আশঙ্কা, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, কোন পথে পৌঁছবেন গন্তব্য়ে?