প্রবীর চক্রবর্তী, কলকাতা : মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল এক পুলিশ কর্মীর। ডিউটিতে যাওয়ার সময় ঠাকুরপুকুর থানার সামনে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর (Police Death)। সকাল ৬ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বেহালার বিজি প্রেসের বাড়ি থেকে মোটরবাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur Police Station) কনস্টেবল শিশির মণ্ডল। থানার কাছে ইউ টার্ন নেওয়ার সময় পিছন থেকে বালি বোঝাই লরি তাঁর বাইকে ধাক্কা মারে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে (Bidyasagar State General Hospital) নিয়ে গেলে বছর ৪৪-এর পুলিশ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctors)। ঠাকুরপুুকুর থানার পুলিশ লরি আটক করলেও, চালক পলাতক। মর্মান্তিক এই দুর্ঘটনায় ওই পুলিশকর্মীর সতীর্থদের ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে প্রবল শোকের ছায়া। ইতিমধ্যে চালকের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।
গতমাসেই পান্ডুয়ায় (Pandua) পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ভিলেজ পুলিশের (village police)। পান্ডুয়ার খন্যানের জিটি রোড বোসপাড়া এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সপাটে ধাক্কা মারে সামনে থেকে আসা একটি বাইকে। গুরুত্বর জখম হন বাইক চালক এক ভিলেজ পুলিশ এবং তাঁর আত্মীয়া। মৃতের নাম গিয়াস আলি। দুই বাইক আরোহীকে চিকিৎসার জন্য পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, গিয়াস আলির মৃত্যু হয়েছে।পান্ডুয়া থানার ভিলেজ পুলিশ ছিলেন গিয়াস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারচাকা গাড়িটি এতটাই গতিতে ছিল যে বাইকে ধাক্কা মেরে প্রায় উড়ে গিয়ে পরে উল্টে যায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই কলকাতায় মত্ত অবস্থায় বেপরোয়া মোটরবাইক প্রাণ কাড়ে এক যুবকের। দক্ষিণ কলকাতার সুকান্ত সেতুর (Sukanta Bridge) ওপর মারাত্মক দুর্ঘটনা (Fatal Accident)। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনা ঘটেছিল। একটা জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন নয়াবাদের বাসিন্দা, ইন্দ্রজিৎ মণ্ডল। বাইকে তাঁর পিছনে ছিল, বন্ধু কৌশিক মণ্ডল। মত্ত অবস্থায় সজোরে রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। মারাত্মক জখম হন ইন্দ্রজিৎ। তাঁকে SSKM হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর জখম হন তাঁর সঙ্গী কৌশিক। ঘটনার তদন্ত শুরু করে সার্ভে পার্ক থানার পুলিশ (Survey Park Police Station)। তদন্তে নামে লালবাজারের ফেটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ (Lalbazar Fatal Sqaud Traffic Police)।