গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ছত্তীসগঢ়ে ঘূর্ণাবর্ত, কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বৃষ্টির পূর্বাভাস। সুন্দরবন (Sundarban Weather) উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে।
দিনভর বৃষ্টির পূর্বাভাস: ফের নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আজ সকালে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে। দু’দিন ধরে দক্ষিণ ২৪ পরগনায় নাগাড়ে বৃষ্টি। নিচু এলাকা জলমগ্ন। সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে। পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
দু’দিন ধরে টানা বৃষ্টি জেরে DVC-র মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ১০ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ১২ হাজার কিউসেক জল ছেড়েছে DVC. সকাল ৮টার পর দুর্গাপুর ব্যারাজ থেকে ৩৬ হাজার ৫৫০ কিউসেক জল ছাড়া হচ্ছে। আর পুজোর মুখে দুর্যোগের জেরে ফের উত্তর থেকে দক্ষিণ, জলমগ্ন বিভিন্ন জেলা। কোচবিহার জেলাজুড়ে গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। কখনও ভারী, কখনও মাঝারি। আকাশ কালো মেঘে ঢাকা। বৃষ্টি আপাতত চলবে জানিয়েছে আবহাওয়া দফতর। জল নামার আগেই পাঁশকুড়ায় ফের বৃষ্টি শুরু হয়েছে। রাতে একটানা বৃষ্টিতে নতুন করে বেশ কিছু জলমগ্ন হয়ে পড়েছে। সকাল থেকে বৃষ্টি কিছুটা ধরলেও দিনভর দুর্যোগের পূর্বাভাস রয়েছে। যে সমস্ত এলাকায় কংসাবতী নদীর বাঁধ মেরামতির কাজ চলছিল, সেই সমস্ত কাজই আপাতত বন্ধ রয়েছে। নতুন করে বানভাসি হওয়ার আশঙ্কায় পাঁশকুড়াবাসী।
দক্ষিণবঙ্গের আবহওয়া: দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবারে আবহাওয়ার কিছুটা উন্নতি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Katwa Doctor Attack: দুর্ব্যবহারের প্রতিবাদ করায় মাশুল, শাড়ির দোকানে আক্রান্ত মহিলা চিকিৎসক