কলকাতা: আজও তাপমাত্রার হেরফের। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ফের রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার থেকে শীতের দ্বিতীয় স্পেল। অবাধ হবে উত্তরে হাওয়ার গতিপথ। ফলে সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। তবে পারিপার্শ্বিক কিছু ফ্যাক্টরের কারণে তামাত্রা নামতে আরও প্রায় ২৪ ঘন্টা সময় লাগবে। শুক্রবার থেকে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল ৫ থেকে ৬ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।                                          

দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ     

জেলা   সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা
উত্তর ২৪ পরগনা ২৪ ডিগ্রি, ১৬ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা ২৫ ডিগ্রি, ১৭ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর ২৬ ডিগ্রি, ১৯ ডিগ্রি
হাওড়া ২৪ ডিগ্রি, ১৭ ডিগ্রি
কলকাতা ২৪ ডিগ্রি, ১৬ ডিগ্রি
হুগলি ২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
পুরুলিয়া ২৬ ডিগ্রি, ১৫ ডিগ্রি
ঝাড়গ্রাম ২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর ২৬ ডিগ্রি, ১৭ ডিগ্রি
বাঁকুড়া  ২৫ ডিগ্রি, ১৩ ডিগ্রি 
পশ্চিম বর্ধমান ২৪ ডিগ্রি, ১৬ ডিগ্রি
পূর্ব বর্ধমান ২৪ ডিগ্রি, ১৬ ডিগ্রি
বীরভূম ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি, ১৪ ডিগ্রি
নদিয়া ২৫ ডিগ্রি, ১৫ ডিগ্রি

                                                         

আরও পড়ুন, চেন্নাইয়ে ফের চড়ল পেট্রোল ও ডিজেলের দর, কলকাতায় কত ?

আবহাওয়ার আপডেট:

হাওয়া অফিস জানিয়েছে,  আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। বুধ- বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পাস হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন। ঝঞ্ঝা পাস হওয়ার পরেই শীতের আরো একটা স্পেল। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ২-১ জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েক দিন। সপ্তাহের শেষ দিকে পারদ পতনের সম্ভাবনা। কলকাতায় সকাল শুরু হল হালকা মাঝারি কুয়াশা দিয়ে। আগামী দুই তিন দিন একই রকম থাকবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের।শুক্রবার থেকে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে