কলকাতা: বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে ফের গা ঢাকা দিল শীত। কলকাতায় এক ধাক্কায় এক ডিগ্রি চড়ল পারদ।বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে।

বছর শুরুর কদিন শীত ফিরেছিল বঙ্গে। বুধবার কলকাতায় (Kolkata Weather) পারদ নেমেছিল ১৪ ডিগ্রিতে। মরশুমের এই সময়ের জন্য় এই তাপমাত্রা স্বাভাবিক। এর আগে ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকাল জেলায় জেলায় ফের শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে অনেকটাই। কিন্তু এই শীত-সুখ বেশিদিনের নয়। কারণ দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা।

এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের (South Bengal) জন্য শীত নিয়ে খবর তেমন ভাল না হলেও উত্তরবঙ্গে এখনই শীত বিদায় তেমন একটা হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। কদিন আগেই শীত জানান দিলেও ফের আজ, বৃহস্পতিবার পারদ চড়েছে কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি তুষারপাতের (Snowfall) পূর্বাভাসও রয়েছে। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Forecast)। আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের উপর দিয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়। বৃহস্পতিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
03-Jan 15.0 23.0
Fog/mist in the morning and mainly clear sky later
04-Jan 16.0 24.0
Fog/mist in the morning and mainly clear sky later
05-Jan 18.0 25.0
Mainly Clear sky
06-Jan 18.0 26.0
Partly cloudy sky
07-Jan 18.0 26.0
Partly cloudy sky
08-Jan 17.0 27.0
Mainly Clear sky
09-Jan 17.0 27.0
Mainly Clear sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।