কলকাতা: অবশেষে বর্ষা (Monsoon Update) ঢুকল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ঢোকার পর থমকে ছিল বর্ষা। ৭দিন দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি। 

বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে:  আকাশে ঘন কালো মেঘ (Dark Cloud)। আষাঢ়ের শুরুতে শহরজুড়ে প্রবল বৃষ্টি (Rain)। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় এদিন সাতসকালেই শুরু হয় বৃষ্টি। আলিপুর (Alipore Weather Department) আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির লাল সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং-কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়াতে বৃষ্টির পূর্বাভাস। ২১ তারিখের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা।                          

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
19-Jun 30.0 38.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
20-Jun 29.0 38.0
Partly cloudy skywith possibility of rain or Thunderstorm
21-Jun 29.0 38.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
22-Jun 29.0 37.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
23-Jun 28.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? 

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা প্রবেশ করল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিছু অংশে বর্ষা প্রবেশে করল। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান এবং কলকাতা। সাধারণত কলকাতায় প্রবেশের দিন ১২ জুন। নির্ধারিত সময়ের সাত দিন পর বর্ষা প্রবেশ করল। ১৯ থেকে ২২ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। লাল সতর্কতা জারি থাকবে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাবে। দার্জিলিং এবং কালিম্পঙের মতো জায়গায় ধসের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। পরবর্তী সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি