সঞ্চয়ন মিত্র, কলকাতা : গত শুক্রবার থেকে বৃষ্টিতে ভিজেছিল শহর ( Kolkata ) । পরপর কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি হয়েছে রাজ্যের ( West Bengal ) বিভিন্ন প্রান্তে। মঙ্গলবার অবধি ঝড় বৃষ্টির ( Stormy Rain ) পূর্বাভাস ছিলই, তবে এদিন সকাল থেকেই শহর কলকাতায় ঝকঝকে আকাশ। আজও বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ( South Bengal ) । আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ পূর্ব-পশ্চিম বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি দক্ষিণবঙ্গে।
আজ কলকাতায় ( Kolkata weather ) আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস নিচে। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৮ ডিগ্রি সেলসিয়াস নীচে।
উত্তরবঙ্গের ( North Bengal ) উপরের দিকের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর আরো তিন চার দিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবারও রাতের দিকে বিভিন্ন জেলা থেকে বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। কেমন থাকতে পারে আগামী দিনে শহর কলকাতার আবহাওয়া। আবহাওয়া দফতরের ওয়েব সাইট অনুসারে -
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
21-Mar | 21.0 | 27.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
22-Mar | 21.0 | 28.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
23-Mar | 22.0 | 29.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
24-Mar | 23.0 | 29.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | |
25-Mar | 24.0 | 30.0 | Mainly Clear sky | |
26-Mar | 24.0 | 30.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
27-Mar | 24.0 | 30.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |