আবির দত্ত, কলকাতা : কসবাকাণ্ডে পুলিশের হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যতই দিন এগোচ্ছে , একের পর এক ছাত্রের অভিযোগ উঠে আসছে সামনে । মুখ খুলছেন মনোজিতের হাতে অত্যাচারিত একের পর এক । তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন দাপুটে-প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র নিজে মুখে নিজের পরিচয় দিচ্ছেন! জোর গলায় বলছেন, আমরা পেশাদার অপরাধী! সাউথ ক্যালকাটা ল কলেজেরই এক ছাত্রের অভিযোগ, মনোজিৎ মিশ্রের মতো প্রাক্তনীদের কলেজে ঢোকার বিরোধিতা করে তিনি আন্দোলন করেছিলেন। আর তাই তাঁকে এভাবে রাস্তায় ফেলে নৃশংসভাবে মারা হয়!
ভাইরাল ভিডিওয় যাঁকে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে ঠিক করেছিল মনোজিৎ?
অভিযোগ, কথা না শুনলেই মনোজিৎ অকথ্য অত্যাচার করত। মনোজিতের কার্যকলাপের বিরোধিতা করলেই ভয়ঙ্কর হয়ে উঠত সে। যেমনটা ঘটেছিল তাঁর সঙ্গে। মারতে মারতে হুমকি দিয়েছিল, 'তুই চিনিস আমাদেরকে আমরা কারা? উই আর প্রফেশনাল ক্রিমিনাল' । সেই সঙ্গে অত্যন্ত কুৎসিত গালাগালি করে সে। আক্রান্ত ওই পড়ুয়ার অভিযোগ, 'মনোজিৎ মিশ্রের আইডিওলজি হচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের মতো আইডিওলজি। ও লরেন্স বিষ্ণোইকে ফলো করে চলে। ' সম্প্রতি বোলপুর থানার আইসির মা ও স্ত্রী সম্পর্কে অনুব্রত মণ্ডলের ভাষা শুনে চমকে উঠেছিল গোটা, মনোজিতের মুখের ভাষাও সেই গোত্রেরই। আক্রান্ত ছাত্রের দাবি, এই ঘটনার পর FIR দায়ের করেছিলেন তিনি। পুলিশ কড়া ব্যবস্থার আশ্বাসও দিয়েছিল প্রথমে। পরে সেই অবস্থান থেকে সরে আসে পুলিশ। অভিযোগ, মনোজিতের খুঁটি এতটাই শক্ত ছিল, যে তিনি পুলিশকেও কেয়ার করতেন না! ওই আক্রান্তর অভিযোগ, 'একটা পুলিশকেও ধরে বলে আমি প্রফেশনাল ক্রিমিনাল, আমি তোর উর্দি কেড়ে নেব। '
কলেজে-কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলবল নিয়ে অশান্তি পাকানো থেকে পড়ুয়াদের টাকা আত্মসাৎ। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে সামনে আসছে একের পর এক অভিযোগ। ২০১৮ সালে মনোজিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, সাউথ ক্যালকাটা ল কলেজের তদানীন্তন প্রিন্সিপাল। তাঁর স্ত্রীর দাবি, তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। নিজেকে একেবারে প্রফেশনাল ক্রিমিনাল বলে দাবি করে এসেছে গুণধর মনোজিৎ। জানালেন আইন কলেজে মনোজিতের রোষে পড়া এক আক্রান্ত। তাঁর দাবি, অনুকরণ করতেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন দাপুটে নেতা ও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র । দিন যত এগোচ্ছে মনোজিৎ মিশ্রর অপরাধের তালিকা ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে!