মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার। বিজেপিতে যোগ দেওয়ার 'শাস্তি', দণ্ডি কেটে তৃণমূলে প্রত্যাবর্তন। তীব্র সমালোচনার মুখে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার। দলবদলের 'দণ্ড' হিসেবে ৪ মহিলাকে দণ্ডি, ৭দিনের মাথায় গ্রেফতার।
ঘটনার ৫ দিন পর, গতকাল রাতে দুই তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজতে চাইনি পুলিশ। তাই, ১৭ এপ্রিল পর্যন্ত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কাদের গ্রেফতার:
বুধবার, রাতে গ্রেফতার করা হয়েছে, বিশ্বনাথ দাস ও আনন্দ রায়কে। দুজনেই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। দক্ষিণ দিনাজপুরের তপনের তিন মহিলাকে, দণ্ডি কেটে তৃণমূলে ফিরতে হয়েছে। সেই সংক্রান্ত ঘটনাতেই গ্রেফতার। এদিন, আদালতে সরকারি আইনজীবীর দাবি, তপনের যে তিন মহিলা বালুরঘাটে এসে দণ্ডি কেটেছিলেন, তাঁদের নিয়ে এসেছিলেন বিশ্বনাথ দাস এবং আনন্দ রায়। তাই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কোনও সম্প্রদায়কে আঘাত করা, মহিলাদের অপমান করা এবং SC-ST আইনে মামলা রুজু হয়েছে।
রাজনৈতিক তরজা:
দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং জেলা মহিলা তৃণমূলের সদ্য প্রাক্তন সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর। বিতর্কের মুখে তাঁকে জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়েছে তৃণমূল। সেই প্রদীপ্তা চক্রবর্তীকেও গ্রেফতার করার দাবি তুলেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, 'তৃণমূলের দুই কর্মীকে গ্রেফতার, যার দ্বারা হয়েছে, তাকে আড়াল করার চেষ্টা চলছে। এটা পুলিশ মদত, না দলের মদত জানি না। তাকে গ্রেফতার করার দাবি করছি।' দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি বলেন, 'তৃণমূল এটাকে সমর্থন করে না, আইন আইনের পথে চলবে।'
আগেই আক্রমণ শুভেন্দু-সুকান্তর:
ঘটনার পরে ট্যুইটে বিরোধী দলনেতা বলেছেন, 'রাষ্ট্রপতি যেখানে সুখোই বিমানে চড়ছেন। সেখানে বালুরঘাটে বিজেপি যোগদানের শাস্তি দিতে দণ্ডি কাটানো হয়েছে।' দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির ট্যুইট, তপনের গোফানগরের চার মহিলা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন।
আরও পড়ুন: 'এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি, ওঁর টার্গেট অভিষেক', পাল্টা আক্রমণ তৃণমূলের