মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বর্ষা আসার আগেই দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটে ভেঙে পড়ল আত্রেয়ী নদীর বাঁধ। এলাকা পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডলে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন, এসে দেখে যান তাঁর অনুপ্রেরণায় দুর্নীতির উন্নয়ন কীভাবে হেলে পড়েছে। এটা রাজনীতি করার সময় নয়, প্রতিক্রিয়া তৃণমূলের। 

ভেঙে পড়ল বাঁধের একাংশ: এক বছর আগে শেষ হয়েছিল আত্রেয়ী নদীর বাঁধ তৈরির কাজ। এর মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁধের একাংশ। বর্ষা আসার আগেই নদীর বাঁধ ভাঙায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বালুরঘাটের চকভৃগুতে, ২০২২ সালে আত্রেয়ী নদীর বাঁধ তৈরির কাজ শুরু হয়। কাজ শেষ হয় ২০২৪ সালে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাঁধের গার্ডওয়াল ভেঙে যায়। বালির বস্তা ফেলে মেরামতির কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর মধ্যেই সোমবার রাত ২টো নাগাদ জলের তোড়ে বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে পড়ে। তাঁদের আরও অভিযোগ, নিম্নমানের সামগ্রী তৈরি হওয়ার কারণে বাঁধে বিপর্যয়। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে সমস্যার কথা জানান গ্রামবাসীরা। আত্রেয়ী নদীর বাঁধ ভাঙায় এক্স হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করে সুকান্ত মজুমদার লেখেন, মাস কয়েক আগেই আকস্মিকভাবে ভেঙেছিল সেতু, এবার আত্রেয়ী নদীর উপর কংক্রিট দ্বারা নির্মিত বাঁধের প্রায় ৪০ ফিট লম্বা অংশ জলের স্রোতে ভেসে গেল! মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুপ্রেরণায় রাজ্যে সর্বত্র 'উন্নয়নের বন্যা' নিয়ে আসা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য বারবার তাঁদের বিফলতা জনসমক্ষে প্রমাণিত হচ্ছে। যদিও আত্রেয়ী নদীর বাঁধ ভাঙা নিয়ে, তুঙ্গে রাজনৈতিক তরজা। এখনও মেলেনি সেচ দফতরের কোনও প্রতিক্রিয়া। এই ঘটনায় বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অশোক মিত্র বলেন, "বিজেপির কাজ রাজনৈতিক বিরোধিতা। প্রাকৃতিক বিপর্যয়কে নিয়েও তারা এ কথা বলেন, নদীর জল কখন বাড়বে তা নিয়ে রাজনীতি করা ঠিক নয়।''