মুন্না আগরওয়াল, বালুরঘাট: সোনা পাচারকারীকে আটক করল বিএসএফ (BSF)। গোপন সূত্রে খবর পেয়ে  গতকাল হিলি-বালুরঘাট রাজ্য সড়কে অভিযান চালানো হয়। ধৃতের থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা মূল্যের ১০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ।


সোনা পাচারকারীকে আটক : হিলি ১৩৭ নম্বর বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল খবর মেলে এক ব্যক্তি মোটরসাইকেল করে বালুরঘাটে সোনা পাচার করছে। খবর পেয়েই বিএসএফ-এর জওয়ানরা হিলি বালুরঘাট রাজ্য সড়কে কড়া নজরদারি চালানো শুরু করে। বেশ কিছুক্ষণ পর বিএসএফ জওয়ানরা এক মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু কথায় অসঙ্গতি মেলায় শুরু হয় তল্লাশি। তাতেই ব্যক্তির থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জানা যায়, ধৃত ব্যক্তির নাম বিমান মণ্ডল। তাঁর বাড়ি হিলি থানার বনেরা গ্রামে। জিজ্ঞাসাবাদে ধৃত ওই ব্যক্তি জানিয়েছেন, আগেও পাচারের কাজে যুক্ত ছিল।  আজ বিএসএফ ধৃত বিমান মণ্ডলকে বালুরঘাটের শুল্ক দফতরে তুলে দেয়।


সীমান্তে সোনার বিস্কুট উদ্ধার:  সীমান্ত (border) এলাকা থেকে উদ্ধার সোনার বিস্কুট (gold biscuit)। আটক দুই চোরাকারবারী (Trader)। অভিযোগ, বাংলাদেশ (Bangladesh) থেকে সোনার বিস্কুট ভারতে নিয়ে আসার চেষ্টা করছিল চোরাকারবারীরা। বিএসএফ জওয়ানদের তৎপরতায় সেই প্রচেষ্টা আটকানো গিয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ২.৫৬৬ কেজি, আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৪ লক্ষ ৫৭১টাকা। গত কাল ১৫৮তম বর্ডার সিকিউরিটি ফোর্সের অন্তর্গত জয়ন্তীপুর সীমান্ত চৌকি এলাকায় ঘটনাটি ঘটে।                                                  


কী ঘটেছিল?
সূত্রের খবর, এই নিয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়েছিলেন জওয়ানরা। তার ভিত্তিতে জয়ন্তীপুর গ্রামের ফেন্স গেটের কাছে মোটরসাইকেল-সহ দুই সন্দেহভাজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে দুজনেই ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু তৎক্ষণাৎ জওয়ানরা কোনও সুযোগ না দিয়ে ঘটনাস্থলেই দুজনকে আটক করে। তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নিচে কালো রঙের কাপড়ে মোড়ানো ৩টি প্যাকেট ইম্প্রোভাইজড ক্যাভিটির ভেতর থেকে ২২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। ধৃতদের নাম  জহির হুসেন মোল্লা এবং গিয়াসউদ্দিন মন্ডল বলে বিএসএফ সূত্রে খবর। তারা উত্তর ২৪ পরগনার বাসিন্দা বলে খবর।


আরও পড়ুন: Bomb Recover: টিটাগড়ের পরে এবার মুর্শিদাবাদ, স্কুল থেকে উদ্ধার বোমা