নান্টু পাল, দক্ষিণ দিনাজপুর: কুমারগঞ্জে (Kumarganj) এক মহিলার দেহ উদ্ধারকে (Body Rescued) ঘিরে চাঞ্চল্য ছড়াল। গতকাল রাত ৮টা নাগাদ কুমারগঞ্জ থানার (Kumarganj Police Station) সোমজিয়ায় রাস্তার পাশে ঝোপের ধারে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশকে খবর দেন। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন বালুরঘাটের সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, ওই মহিলাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি দক্ষিণ দিনাজপুরে ফিরছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।পুলিশ সূত্রে খবর, ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার সত্‍ ভাইকে আটক করা হয়েছে। 


হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ: হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ ও খুনের মামলা ঘিরে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজার পারদ। দফায় দফায় বাগযুদ্ধে জড়িয়েছিল শাসক ও বিরোধী শিবির। এর মাঝেই প্রকাশ্যে আরও এক খবর। খুন? নাকি দুর্ঘটনা? নাকি অন্য কিছু? 
দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মহিলার মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। এর মধ্যে, ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই বিজেপি দাবি করেছে, গণধর্ষণ করে খুন করা হয়েছে বধূকে। 


আরও পড়ুন: Dilip Ghosh: 'মমতার অত্যাচার থেকে বাঁচতে আলাদা হতে চাইছে মানুষ', রাজ্যভাগের দাবি উস্কে সওয়াল দিলীপের


সুকান্ত মজুমদারের মন্তব্য: রাজ্যে ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। সুকান্ত মজুমদার বলছেন, আমার নিজের এলাকায় আদিবাসী মহিলা ধর্ষিত হয়েছেন। মনে হচ্ছে গণধর্ষণ করে খুন। মৃতদেহ পাওয়া গেছে। সব বৈঠক বাতিল করে সেখানে যাব। আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। পুলিশে ভরসা নেই। পুলিশকে লোকাতে হয় টেবিলের তলায়। পুলিশ নিরপেক্ষ তদন্ত না করলে সিবিআই দাবি করব। 


মাঝবয়সী এক গৃহবধূর মৃতদেহ: বৃহস্পতিবার রাত ৮টা। কুমারগঞ্জের সোমজিয়ায় রাস্তার ধারে, ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় মাঝবয়সী এক গৃহবধূর মৃতদেহ। কিন্তু কীভাবে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এদিকে মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তরের জেলায় চড়ছে রাজনীতির পারদ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য, বধূর সত্‍ মা ও ভাইকে আটক করা হয়েছে।