জয়ন্ত পাল, দমদম: পরিবারের সকলে ভ্যাকসিন (Vaccine) নিলে বাড়ির বকেয়া করে মিলবে ২৫ শতাংশ ছাড়। গণটিকাকরণে (Mass Vaccination) জোর দিতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দমদম পুরসভা (South DumDum Municipality)। আজ সকালে ঢাক-ঢোল, ধামসা-মাদল বাজিয়ে এলাকার ৭টি ক্লাবের সদস্যদের নিয়ে মিছিল করেন পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরসভার তরফে জানানো হয়েছে, পরিবারের সকলে ভ্যাকসিন নিয়ে বাড়ির বকেয়া করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি, ভ্যাকসিনের জন্য ১৫-১৮ বছর বয়সীদের সচেতন করতে বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খেলার সরঞ্জাম।
দক্ষিণ দমদম পুরসভা সূত্রে খবর, বাসিন্দারা এবার থেকে করোনার দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই মিলবে বকেয়া ট্যাক্সের ২৫% ছাড় মিলবে। এই উদ্যোগ নেওয়ার পরে দেখা যায় প্রায় ৮০ জন একদিনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন। অন্য দিন দেখা যেত ৫ জন থেকে ৬ জন ভ্যাকসিন নিতে আসতেন সেখানে সম্পূর্ণ আজ অন্য চিত্র দেখা গেল। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ এই আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো দক্ষিণ দমদম পুরসভার পক্ষ থেকে।
এদিকে এবার থেকে ওষুধের দোকানেই মিলতে পারে কোভ্যাক্সিন, কোভিশিল্ড। দেশের ওষুধ নিয়ামক সংস্থা DCGI-এর বিশেষজ্ঞ কমিটি কেন্দ্রকে এই প্রস্তাব দিয়েছে। ভারতে প্রথম টিকা হিসাবে আসে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এরপর ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করে কোভিশিল্ড। দুই সংস্থার তরফে করোনার এই দুটি প্রতিষেধককে বাজারে বিক্রির অনুমোদন দেওয়ার আবেদন জানানো হয়েছিল। দুই সংস্থার কাছ থেকে সব রকমের তথ্য চায় DCGI-এর বিশেষজ্ঞ কমিটি। এরপরই কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে শুধুমাত্র জরুরি ভিত্তিতে প্রয়োগের বদলে দেশের প্রাপ্তবয়স্কদের জন্য বাজারে আনার প্রস্তাব দেওয়া হয়। এবার DCGI-এর ছাড়পত্র পেলে ওষুধের দোকানেই মিলবে করোনার টিকা।
আরও পড়ুন: South 24 Parganas News : সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও নেই হঁশ, বারুইপুরে ধরপাকড় পুলিশের