জয়ন্ত পাল, কলকাতা: দক্ষিণ দমদমের (South Dumdum) ৩ নং ওয়ার্ডে চলছে পুকুরভরাট। অভিযোগের সত্য়তা স্বীকার করে নিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন। অভিযোগ খতিয়ে দেখে ব্য়বস্থা নেওয়ারও আশ্বাস মিলেছে পুরসভার তরফে। যদিও বিজেপির অভিযোগ, শাসকদলের মদতেই চলছে এই কারবার।

পুকুরভরাটের অভিযোগ: রাতের অন্ধকারে ফেলা হচ্ছে আবর্জনা। দেওয়া হয়েছে পাঁচিল। আর্বজনায় এমনভাবেই মুখ ঢেকেছে যে দেখা বোঝার উপায় নেই পুকুর। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঙ্কিম পল্লিতে এভাবেই বুজিয়ে ফেলা হচ্ছে জলাশয়। দক্ষিণ দমদমের বাসিন্দা পূজা মণ্ডল বলেন, "পুকুর ছিল পুকুর। পুলিশ এসে দেখে চলে গেছে। আবর্জনা ফেলেছে।''  বিজেপির অভিযোগ, শাসকদলের মদতে দক্ষিণ দমদমের বিস্তীর্ণ এলাকাজুড়ে সক্রিয় হয়েছে অসাধু চক্র। বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ বলেন, "দক্ষিণ দমদম পুরসভায় একটু খুঁজে দেখুন। কত জলাশয় ভরাট হয়েছে। এগুলো পরিষ্কার একটা চক্র।''অভিযোগ সামনে আসতেই টনক নড়েছে পুরসভার। এলাকা পরিদর্শন করেন পুরইঞ্জিনিয়র। পুরসভার আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুকুর ভরাটের অভিযোগের সত্য়তা স্বীকার করে নিয়েছেন পুরপ্রধান। চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী বলেন, "অভিযোগটা সত্য়ি। আবর্জনা দিয়ে ভরাট হয়েছে। পাঁচিলও দেওয়া হয়েছে। যিনি এটা করেছেন তাঁকে নোটিস ধরানো হয়েছে।''

এদিকে তৃণমূল পরিচালিত বারাসত পুরসভার বিরুদ্ধেও রাতের অন্ধকারে জলাশয় বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বারাসাত পুরসভা এলাকায় তৈরি হচ্ছে বেশ কয়েকটি ওয়াটার রিজার্ভার ট্য়াঙ্ক। ২৭ নম্বর ওয়ার্ডের নতুনপুকুরে সেই কারণে পুকুরের একাংশ ভরাট হয়েছে বলে স্বীকার করেছেন পুরপারিষদ। জলাশয় বুজিয়ে ওয়াটার রিজার্ভার গড়ে তোলা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে বারাসাতে।                                     

পুরসভার এই এলাকা বামেদের দখলে।  ২৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলরের দাবি, তাঁকে অন্ধকারে রেখে এই কাজ করছে পুরসভা। কাউন্সিলর বরুণ ভট্টাচার্যের অভিযোগ, "রিজার্ভার হবে জানি। কিন্তু কীভাবে হবে কিছুই আমাকে জানানো হয়নি। আমিও হস্তক্ষেপ করতে চাইছি না।'' পুকুর ভরাটের নামে দুর্নীতি চলছে বলে তোপ দেগেছে বিজেপি। এর বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বারাসাতের বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার বলেন, "নতুনপুকুর বারাসাতের ঐতিহ্য়। এটা সংঘবদ্ধ দুর্নীতি। দরকার হলে আমরা আন্দোলনে নামব।''