ঝিলম করঞ্জাই, পূর্ব পুটিয়ারি: তৃতীয়ার সন্ধেয় কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। সূত্রের খবর, পূর্ব পুটিয়ারির বাসিন্দা বছর চব্বিশের যুবক গত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিলেন। হাসপাতাল সূত্রে খবর, গতকাল দুপুরে সঙ্কটজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে আনা হয়। চিকিত্সকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও সন্ধেয় তাঁর মৃত্যু হয়। ডেঙ্গি এনএস ওয়ান পজিটিভ বলে রিপোর্টে উল্লেখ। হাসপাতালে দেরিতে আনায় অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে বলে চিকিত্সকদের দাবি।
গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও এক তরুণীর। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য, নতুন নির্দেশিকা দিয়েছে স্বাস্থ্য দফতর। জেলার বাইরে যেতে হলে লাগবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি। এর মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে, মৃত্যুর দোরগোড়ায় পৌঁছেও, সুস্থ হয়ে ফিরলেন তেত্রিশ বছর বয়সী এক তরুণী।
পুজোর আনন্দে মেতে উঠেছে মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল! রাস্তায় আলোর রোশনাই। কিন্তু, তারমধ্যেই ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে ডেঙ্গি! দিনে দিনে উদ্বেগ-আতঙ্কের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। চিকিৎসায় একটু দেরি হলেই, পরিস্থিতি গড়াচ্ছে মৃত্যু অবধি! বুধবারও ফের মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত এক তরুণীর। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। ৩৮ বছর বয়সী সঙ্গীতা দেবীকে জ্বর নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় ভেন্টিলেশনেও দিতে হয়। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি। বুধবার তাঁর মৃত্যু হয়। তবে এরইমধ্যে সুখবরও রয়েছে।
ডেঙ্গি আক্রান্ত হয়ে, কার্যত মৃত্যুর দোড়গোড়ায় পৌঁছে গেছিলেন ঠাকুরপুকুরের বাসিন্দা অর্পিতা সেনও। গত মাসের ১৭ তারিখ জ্বর নিয়ে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।
৩-৪ দিনের মধ্যে অবস্থার চূড়ান্ত অবনতি হয়। মাল্টি অর্গ্যান ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়। তখন নার্সিংহোম থেকে অর্পিতাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা কোনওমতে CPR দিয়ে তাঁকে প্রাণে বাঁচান কিন্তু, পরিস্থিতির উন্নতি না হওয়ায় অর্পিতাকে ভেন্টিলেশনে দিতে হয়। দীর্ঘ দেড় মাসের লড়াইয়ের পর আস্তে আস্তে তিনি সুস্থ হন। বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হল। চিকিৎসকরাও বলছেন, এত দিন লড়াই করে, ডেঙ্গি আক্রান্তের সুস্থ হওয়ার নজির সাম্প্রতিক অতীতে নেই।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বুধবার ৯১২ জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭। সূত্রের খবর, এখনও অবধি রাজ্যে ২৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে পুজোর আনন্দে, কাঁটা হয়ে থেকে যাচ্ছে ডেঙ্গি।