করুণাময় সিংহ, রতুয়া (মালদা ) : "বুথে বুথে তৃণমূল কংগ্রেস তৈরি। তোমরা বুথে ঢুকে দেখাও।" ফের বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মালদা (Malda) জেলা তৃণমূল (TMC) সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি (Abdur Rahim Bakshi)। আগামী পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) বিরোধীশূন্য করারও হঙ্কার দেন তিনি। গাজোলের পর রতুয়ার শ্রীপুরের সভা থেকে এই মর্মে মন্তব্য করেন শাসকদলের নেতা।


দিনকয়েক আগেই এই তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল বাঁশ-দাওয়াই। বিরোধীদের হাত খসানোর, পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, "জেনে রাখুন বিজেপির বন্ধু, জেনে রাখুন সিপিএমের বন্ধু, জেনে রাখেন কংগ্রেসের বন্ধুরা, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সে...চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। বাঁশ দেখালে পা কেটে নেওয়া হবে।" তাঁর এই মন্তব্য নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা।


যদিও তাতে দমেননি তিনি। পেট্রোপণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রতুয়ার শ্রীপুরে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস। আর এই সভা থেকেই বিরোধীদের হুঁশিয়ারি দেন জেলা তৃণমূল সভাপতি। 


কী বলেন তৃণমূল বিধায়ক ?


গতকাল মঞ্চ থেকে আব্দুর রহিম বক্সি বলেন, কংগ্রেসের বন্ধু শুনে রাখো, সিপিএমর বন্ধু শুনে রাখো, অনেক সহ্য করেছি আর নয়। আর আমরা সহ্য করব না, তোমাদের বলে দিচ্ছি। তোমাদের পেছনে মানুষ নেই। তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে ভাগ করার চেষ্টা করছ। ষড়যন্ত্রের মধ্য দিয়ে মানুষের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছ। আগামী পঞ্চায়েত নির্বাচনে যোগ্য জবাব দেব তোমাদের। বুথছাড়া করবে মানুষ,তৃণমূল কংগ্রেস তোমাদের বুথ ছাড়া করবে। আগামী নির্বাচন তৃণমূল কংগ্রেসের নির্বাচন হবে, আগামী নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন হবে। সেই নির্বাচনে সিপিএম থাকবে শূন্য। কংগ্রেস থাকবে শূন্য, সেই লড়াইয়ে বিজেপি থাকবে শূন্য। তোমরা থাকো শূন্যের দিকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। তোমাদের হুঁশিয়ার করে দিতে চাইছি, তোমাদের সাবধান করে দিতে চাইছি। আগামী দিনে বুথে তোমাদের কোনও স্থান নেই। আগামী দিনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। তোমরা ভেবেছ, তৃণমূল কংগ্রেসকে খতম করে দেওয়া যাবে। এই ভাবনা ভুল। বুথে বুথে তৃণমূল কংগ্রেস তৈরি। তোমরা বুথে ঢুকে দেখাও।"


আরও পড়ুন ; ফের বাঁশ-দাওয়াই তৃণমূল বিধায়কের, পাল্টা কটাক্ষ বিরোধীদের