West Bengal Live Updates: ঘর ওয়াপসি শোভন চট্টোপাধ্যায়ের, তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ঘোষণা!
West Bengal Live Blog: জেলা থেকে রাজ্য, কোথায় কী হচ্ছে.. দেখে নিন এক ঝলকে
ABP Ananda Last Updated: 04 Nov 2025 12:32 AM
প্রেক্ষাপট
কলকাতা: শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের পরেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকে শোভন-বৈশাখী। আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস : শোভন চট্টোপাধ্য়ায়। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ:...More
কলকাতা: শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন। প্রত্যাবর্তনের পরেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বৈঠকে শোভন-বৈশাখী। আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস : শোভন চট্টোপাধ্য়ায়। তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ: শোভন চট্টোপাধ্য়ায়। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই: শোভন চট্টোপাধ্য়ায়। আগামী দিনে যে দায়িত্ব দেবেন, আমি পালন করব: শোভন চট্টোপাধ্য়ায়। আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব না: শোভন চট্টোপাধ্য়ায়। আমার ঘরকে আরও বেশি করে সময় দিয়ে শক্তিশালী করব: শোভন চট্টোপাধ্য়ায়।কালীমূর্তি ভাঙার প্রতিবাদে কাকদ্বীপে শুভেন্দু অধিকারী । 'হিন্দুদের জাগরণ হচ্ছে, বিসর্জন হবে তৃণমূলের'। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত ১। কাকদ্বীপে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর। প্রতিমা ভাঙার অভিযোগে নারায়ণ হালদার নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। কাকদ্বীপে কালীমূর্তি ভাঙায় ধৃত ১। কাকদ্বীপে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর। প্রতিমা ভাঙার অভিযোগে নারায়ণ হালদার নামে এক স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।BLO-দের হুমকি-হুঁশিয়ারির মধ্যেই এবার 'আক্রান্ত' বিজেপির BLA। কোচবিহার ১ ব্লকে বিজেপির BLA-দের উপর হামলা, মারধরের অভিযোগ। মারধরে আহত দলের কয়েকজন BLA, দাবি বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। কোচবিহার ১ ব্লক অফিসে BLA-দের সঙ্গে বৈঠক কমিশনের। বৈঠকে ঢোকার আগেই বিজেপির BLA-দের মারধরের অভিযোগ।INTTUC নেতার পর এবার বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর। SIR-এর সঙ্গে NRC-কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল শাসক নেতার। 'নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে নাগরিকত্ব কাড়ার চেষ্টা চলছে', ওয়ার্ডের বাসিন্দাদের কাছে প্রচার বারাসাতের তৃণমূল কাউন্সিলর সুমিত সাহার। সব কিছু দেখেই ফর্ম ফিল আপ করার পরামর্শ তৃণমূল কাউন্সিলরের। 'কেউ নাগরিকত্বের নামে ফর্ম পূরণ করতে বললে, করবেন না', এলাকার বাসিন্দাদের কাছে প্রচার বারাসাতের তৃণমূল কাউন্সিলরের।অবশেষে স্বপ্নপূরণ, কপিলের ১৯৮৩, ধোনির ২০১১-কে ২০২৫-এ ছুঁলেন হরমনপ্রীত। মধ্যরাতে দেশের মাটিতে ভুবনজয় প্রমীলা বাহিনীর। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন উইমেন ইন ব্লুপ্রথমে ব্যাট করে ভারত ৭ উইকেটে তোলে ২৯৮ রান। শেফালি, স্মৃতি, দীপ্তি শর্মাদের দাপুটে ব্যাটিংয়ের পাশে বিস্ফোরক ব্যাটিং বাংলার রিচা ঘোষের। জবাবে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। একা কুম্ভর মত লড়ে যান ক্যাপ্টেন লরা উলভার্ট। অসামান্য অলরাউন্ড পারফরম্যান্স শেফালি বর্মা ও দীপ্তি শর্মার। প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার হলেন রিচা ঘোষ। ফাইনালের সেরা শেফালি, টুর্নামেন্টের সেরা দীপ্তি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal Update: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে নদিয়ায় ফের অভিযান চালাল ED
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে নদিয়ায় ফের অভিযান চালাল ED। আটক করা হল ৩ জনকে। চাকদায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। এরই সঙ্গে তল্লাশি অভিযান চালানো হল রুবির পাসপোর্ট অফিসের সামনে অনলাইন আবেদনকেন্দ্রেও।