প্রকাশ সিনহা, দীপক ঘোষ, সমীরণ পাল, কলকাতা : সন্দেশখালিকাণ্ডের পর ২৬ দিন ধরে বেপাত্তা তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান। ইতিমধ্যেই অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করেছেন তিনি। শনিবার সেই জামিনের আবেদনের শুনানি । তবে ততদিন পর্যন্ত শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করার জন্য তাঁর আইনজীবীর আর্জি এদিন পত্রপাঠ খারিজ করে দেন বিচারক।


তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবারই শাহজাহান নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টানলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শেখ শাহজাহানকে ভদ্রলোক বলে সম্বোধন করেন পার্থ ভৌমিক (Partha Bhowmick )  ! শেখ শাহজাহান ২৬ দিন ধরে আইনের নাগালের বাইরে থাকলেও, তাঁর প্রতি তৃণমূলের মন্ত্রীদের শ্রদ্ধা কার্যত ঝরে পড়েছে। 


পরিষদীয় মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (sovandeb chattopadhyay) এদিন বলেন, ' ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন বিট্রিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনও পর্যন্ত বহু রাজ্যেই বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময়ই যে খুঁজে পাবেন, এর কোনও মানে নেই। অনেক ধরনের টেকনিকালিটিস বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে।' 


সেচমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস বিধায়ক পার্থ ভৌমিক এদিন বলেন, '২৫ দিন ধরে কোথায় আছে,কেউ যদি,পুলিশ প্রশাসন যদি খুঁজে না পায়, তাহলে কী করা যাবে।  দলের অস্বস্তির কোনও ব্যাপার নেই। একজন ভদ্রলোক, তাঁকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাঁকে না পাই,আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে।' 


সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মুখ খুলেছিলেন শাহজাহানকে নিয়ে। তিনি তখন বলেন,  অন্যায় হয়েছে। সোমবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বললেন, "শেখ শাহজাহান কী করেছে? যেদিন ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই'


কোথায় রয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান? উত্তর নেই কারও কাছেই। সোমবারও ইডির তলবে হাজিরা দেননি তিনি। শেখ শাহজাহান প্রসঙ্গে এদিকে তৃণমূলের অন্দরেই দুটি ভিন্ন মত শোনা যাচ্ছে।   


আরও পড়ুন : লোকসভা ভোটের আগেই বীরভূমে ফিরলেন 'অনুব্রত'


অন্যদিকে, অন্তরালে থেকেও জামিন পেতে আদালতের দরজায় দরজায় ঘুরছেন শেখ শাহজাহান। ব্যাঙ্কশাল কোর্টের ED আদালতের পর, এবার ন্যাজাট থানার মামলায় বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা। সূত্রের খবর, গতকালই আইনজীবীর মাধ্যমে এই আদালতে আবেদন জানিয়েছেন শেখ শাহজাহান।


২৬ ফেব্রুয়ারি বারাসাত জেলা জজের আদালতে জামিন-আবেদনের শুনানি রয়েছে। সন্দেশখালিতে ED-র ওপর হামলার ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের হয়। ED-র অভিযোগে এক নম্বরে নাম ছিল তৃণমূল নেতার। যদিও ঘটনার পর থেকেই বেপাত্তা সন্দেশখালির বেতাজ বাদশা। ২৬ দিন ধরে তাঁর খোঁজই পাচ্ছে না পুলিশ। ED-র বিশেষ আদালতে শেখ শাহজাহানের জামিন-মামলার শুনানি শনিবার।